উচ্চ পদস্থ কর্মকর্তার পর এবার ভুয়া নারী ম্যাজিস্ট্রেট আটক
কখনও মন্ত্রণালয়ের উচ্চ কর্মকর্তা আবার কখনও ম্যাজিস্ট্রেট। ধরা খাওয়ার পর হাজতবাসের পর বের হয়েই আবারও প্রতারণার আশ্রয়। মেয়ের অপকর্মে অতিষ্ঠ সম্ভ্রান্ত পরিবার। কারারক্ষি পদে কর্মরত স্বামীও ডিভোর্স দিয়ে হাফ ছেড়েছে। কিন্তু জন্ম ও পূর্ব পরিচয় তাদের পিছু ছাড়ছে না। গতকাল বৃহস্পতিবার কোতয়ালী পুলিশের হাতে আটক এক প্রতারক নারী ম্যাজিস্ট্রেটের বহুরূপী পরিচয়ের তথ্য ফুঁটে উঠেছে। ইশরাত জাহান ওরফে আনিকা তাসনিম সরকার...