উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি
চলমান সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ সমগ্র সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। বিস্তৃত হচ্ছে বন্যা। দেশের ১০টি অন্যতম প্রধান নদ-নদী ১৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গতকাল বুধবার তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের ৪টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে...