৮ আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয়, শাহজালালগামী ফ্লাইট কলকাতায়
ঘন কুয়াশা থাকায় সউদী আরবের দাম্মাম থেকে আসা বিমানের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ৮ আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিমান বন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ঘন কুয়াশা থাকায় গতিপথ বদলাতে বাধ্য হয় বিমানটি।
বন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় নিরাপদ অবতরণের জন্য এই গতিপথ বদলানো হয়।
একই ঘটনা গত...