অবরোধবিরোধী মিছিলে সংঘর্ষ, বগুড়ায় ছাত্রলীগের ৬ নেতাকর্মী বহিষ্কার
অবরোধবিরোথী মিছিলে বগুড়া আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের আদেশ দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়ায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া...