মাদারীপুরে শিক্ষকের আছাড়ে মেরুদণ্ড ভাঙল মাদরাসাছাত্রের
মাদারীপুরে আছাড় মেরে ফয়েজ হাওলাদার (৮) নামে এক মাদরাসার ছাত্রের মেরুদণ্ড ভেঙে ফেলার ঘটনায় মামলা হয়েছে। আহত ফয়েজ হাওলাদার মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের সবুজ হাওলাদারের ছেলে। আর অভিযুক্ত মাহাদী হাসান চরমুগরিয়া এলাকার জামিয়া কাসেমিয়া রওতুল উলুম ক্যাডেট কেয়ার মাদরাসার নুরানী শিক্ষক। তার বাড়ি পিরোজপুরে।গতকাল শুক্রবার সকালে সদর মডেল থানায় শিশু ফয়েজের মা শ্যামলী আক্তার বাদী হয়ে দুইজনের নামে মামলা...