উধাও হয়ে যাচ্ছে নথির গুরুত্বপূর্ণ কাগজ
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের টেবিল থেকে গায়েব হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ রেকর্ড। ফটোকপি হয়ে নথি চলে যাচ্ছে স্বার্থান্বেষীদের হাতে। কখনোবা নথি থেকে ফেলে দেয়া হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। দেয়া হচ্ছে ধামাচাপাও। ফলে ডায়েরি ও স্মারক নম্বর যুক্ত নথিও যথাসময়ে উপস্থাপন করা হচ্ছে না কর্মকর্তাদের সামনে। ফলে ন্যায়সঙ্গত ও আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না কর্মকর্তারা। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই দফতরের ভৌতিক এই তৎপরতায়...