হবু স্ত্রীতে নিঃস্ব ইঞ্জিনিয়ার
এখন প্রেমের মতো ভুবনজোড়া ফাঁদ পাতা সাইবার জালিয়াতিরও। সেই ফাঁদে ধরা দিলেন আহমদাবাদের এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হওয়ার হবু স্ত্রীর পরামর্শে ক্রিপ্টোকারেন্সিতে ১ কোটি টাকা বিনিয়োগ করে তিনি আজ সর্বস্বান্ত। জানা গেছে, উপযুক্ত পাত্রের সন্ধানে আসা হবু স্ত্রীর ভূমিকায় থাকা ওই তরুণী আসলে স্ক্যামার। তার কথায় বশীভূত হয়ে ১ কোটি টাকা হারিয়েছেন ওই তরুণ।গুজরাতের গান্ধিনগরের বাসিন্দা ওই তরুণ...