ভারত বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধে ধাবিত হলে এর বাজার আর থাকবে না
অরুন্ধতি রায় বলেন, ‘আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে, যেখানে সংবিধানকে কমবেশি একপাশে সরিয়ে রাখা হয়েছে। যদি তারা পরের বছর নির্বাচনে জয়লাভ করে, ২০২৬-এ, সেখানে আমরা যাকে সীমাহীনতা বলি, সেটা হতে চলেছে, যা এক ধরনের ঘৃণ্যতা যেখানে আসন সংখ্যা ও নির্বাচনী এলাকার ভূগোল পরিবর্তন করা হবে এবং হিন্দিভাষী বেল্ট যেখানে বিজেপি সবচেয়ে শক্তিশালী, বেশি আসন পাবে, যা মূলত ক্ষমতার ভারসাম্যকে...