'ট্রাভেলস অব মাই লাইফ' ভ্রমণগ্রন্থটি তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যেকোন লেখাই সাহিত্যের অংশ। ভ্রমণ সংক্রান্ত সাহিত্য বিশ্বের চিত্র সকলের কাছে তুলে ধরে। বিভিন্ন সময়ের অর্থনীতি, রাজনীতি, সামাজিক ব্যবস্থাপনা ইত্যাদি ভ্রমণকাহিনীতে ফুটে ওঠে। অতীত নিয়ে গবেষণার এক অনন্য উৎস ভ্রমণ সাহিত্য। এক্ষেত্রে, লেখক সাজ্জাদ হুসেইনের `ট্রাভেলস অব মাই লাইফ` ভ্রমণগ্রন্থটি তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে লেখক সাজ্জাদ হুসেইন প্রণীত একাডেমিক...