চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে গিয়ে গুলির মুখে ফিরলো পুলিশ
নগরীতে পুলিশের অভিযানের মধ্যেই গুলি ছুড়ে পালিয়ে গেছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। বুধবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় সাজ্জাদকে গ্রেফতারে এ অভিযান চালায় পুলিশ। সাজ্জাদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জোড়া খুনসহ ১০ মামলার আসামি সাজ্জাদ হোসেনকে পুলিশ রাতে অক্সিজেন এলাকা একটি বাসায় অভিযানে যায়। তবে...