হজ ব্যবস্থাপনা-২০২৩ : সউদী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ-১
সউদী আরবের পবিত্র মক্কা নগরীতে সমগ্র বিশ^ থেকে সমবেত প্রায় ত্রিশ লাখ হজযাত্রীর অংশগ্রহণে এ বছর পবিত্র হজ পালিত হয় গত ২৭ জুন। নানা দেশ, অঞ্চল ও ভাষা বর্ণের অসংখ্য অগণিত মানুষ আত্মপরিচয় ভুলে আল্লাহর ভয় ও ভালোবাসায় একাকার হয়েছিল বিশ^ মিলনমেলায় মসজিদুল হারামে, মিনা, মুযদালিফা ও আরাফাত ময়দানে। পুরুষরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় জড়িয়ে, মহিলারা ইহরামের ওড়না মাথায়...