পশু পালনে স্বাবলম্বী ফরিদপুরের রানা
ফরিদপুর চড়ের ছেলে রানা ইনকিলাব পত্রিকা পড়ে পশু পালনে স্বাবলম্বী হয়ে উঠেছেন। গতকাল শুক্রবার এ আনন্দের খবর জানালেন, ফরিদপুর ইনকিলাবের সংবাদদাতার নিকট। তিনি বললেন, আমি ছোটবেলা থেকেই দৈনিক ইনকিলাব পড়ি। ইনকিলাবে ইসলামিক পাতা, এবং কৃষির খবর, খামারিদের উপর যেসব সংবাদগুলো লিখেন সেগুলো পড়ে আমি উৎসাহী হই এবং পশু পালন শুরু করে আজ আমি স্বাবলম্বী। তিনি বলেন, অল্প কয়েটা দুধের গাভী...