মহাসড়কের পাশে ময়লার ভাগাড়
নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি। রূপগঞ্জ অংশে প্রায় ২০টি স্পটে মাছের ও সবজির আড়ৎসহ বাসাবাড়ি হাটবাজারের ময়লা ফেলানো হচ্ছে নিত্যদিন। শুধু তাই নয়, ভুলতা ফ্লাইওভারজুড়ে একই অবস্থা। আর এসব ময়লার স্তুপের কারণে দিন দিন পরিবেশ হুমকির মুখে পড়ছে। প্রকাশ্যে দিবালোকে ময়লা ফেলালেও প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না। পথে পথে ময়লার ভাগাড়...