পমপম গ্রুপের প্রতারণায় শিকার অসংখ্য তরুণী
ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি হ্যাক করে অসংখ্য তরুণীর গোপন ছবি-ভিডিও হাতিয়ে নিয়ে বø্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ দাবি করা ‘পমপম টেলিগ্রাম গ্রæপের’ মূলহোতা মার্ক সাকারবার্গ ওরফে আবু সায়েমকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় তার আরও ৮ সহযোগীকে গ্রেফতার করা হয়। অর্থ দিতে না পারলে ভিডিও কলে এসে আপত্তিকর কর্মকাÐ করতে বাধ্য করতো সাকারবার্গের পমপম গ্রæপ চক্রের সদস্যরা। আর প্রস্তাবে সাড়া না দিলে...