বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক ছড়িয়ে দিতে হবে এ প্রজন্মের কাছে : খান শওকত
সারাবিশ্বে বঙ্গঁবন্ধুর জীবন আদর্শ ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাট্যকার খান শওকত। তার ধ্যান জ্ঞান প্রেম বঙ্গবন্ধুকে নিয়ে। নতুন প্রজন্মকে চিনাতে চান নাটকের মাধ্যমে। তাইতো তিনি লিখেছেন ৩৫ টি ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু নাট্যসমগ্র। দেশ বিদেশে নাট্যকার খান শওকতের লেখা নাটকসমুহ ইতিমধ্যে মঞ্চায়ন হয়েছে এবং চলমান রয়েছে।
এক নজরে নাট্যকার খান শওকতের লেখা নাটকসমুহের - মঞ্চায়ন। গত ২১ ডিসেমর ২০২২ তারিখে...