ঢাকার ফুটপাতে শীতের বাহারী পিঠা
অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সাপ্তাহ; বাংলায় হেমন্তকালের দ্বিতীয় মাস অগ্রহায়ণ চলছে। পঞ্জিকার পাতায় শীতকাল না এলেও উত্তরের হিম হওয়া জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। এতেই রাজধানীর অলিগলির রাস্তায় দেখা মিলছে শীতের পিঠার দোকান। রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে ও বিভিন্ন সড়কে ভ্যানে চুলা বসিয়ে, আবার কোথাও অস্থায়ী দোকান বসিয়েও বিক্রি হ”ে নানা ধরনের শীতের পিঠা। ব্যস্ত এই শহরে চলতি পথে কর্মজীবীরা সেখান...