হাইকোর্টের অভিমত : কুরআন অবমাননা ও মহানবীকে কট‚ক্তির শাস্তি মৃত্যুদন্ডের বিধান করতে পারে সংসদ
পবিত্র কুরআন এবং হযরত মুহাম্মদ (স.)-কে উদ্দেশ্য করে অপ্রয়োজনীয়, বিবেকবর্জিত, ধৃষ্টতা ও উসকানিমূলক আশালীন বক্তব্য এবং আচরণের জন্য মৃত্যুদÐ প্রদানের বিধান জাতীয় সংসদ বিবেচনা করে দেখতে পারে। যাবজ্জীবন কারাদন্ডের মতো শাস্তির বিধান থাকাও বাঞ্ছনীয়।
এমন অভিমত দিয়েছেন হাইকোর্ট। মহানবী (স.) কে নিয়ে করা কটূক্তি করা সংক্রান্ত এক মামলার রায়ে আদালত এ অভিমত দেন। বিচারপতি মো: রেজাউল হাসান এবং বিচারপতি ফাহমিদা কাদেরের...