গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানি করতে হবে : এবি পার্টি
সরকারের প্রধান কাজ ছিলো জুলাই গণঅভ্যুত্থানের সঠিক বিচার ও আহতদের চিকিৎসা, পূনর্বাসনের স্বার্থে প্রথমেই গণতদন্ত কমিশন গঠন করা। আমরা অনেক আগেই সরকারের নিকট দাবি করেছিলাম, গণতদন্ত কমিশন গঠনের কিন্তু সরকার এখনো তা করেনি। কোন কাজের শুরুতেই ভুল করলে তখন পুরো কাজটাই আর সঠিকভাবে করা সম্ভব হয় না। এখনো সময় আছে একটি গণতদন্ত কমিশন গঠন করে আমেরিকান কনভেনশনাল সিস্টেমে গণশুনানির মাধ্যমে...