একই দিনে রোযা ঈদ নিয়ে বিভ্রান্তিতে কান দেবেন না
ইসলামী শরীয়ত ও ভৌগোলিক বাস্তবতার আলোকে কোনভাবেই সারাবিশ্বে একই দিনে রোযা-ঈদ পালন করা সম্ভব না। একই দিনে রোযা-ঈদন পালন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সমাজে ফেতনা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। একই দিনে রোযা-ঈদ নিয়ে বিভ্রান্তিতে কোনো কান দেবেন না। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর এম ডি মিলনায়তনে `সারাবিশ্বে একই দিনে রোযা-ঈদ : ইসলাম কী বলে` শীর্ষক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা...