পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দিতে হবে
মাহে রমজানে জাকাত দেয়ার প্রবণতা থাকে বেশি। জাকাতকে ট্যাক্স মনে করা যাবে না। জাকাত দিলে ধন-সম্পদ বাড়ে। খতিব বলেন, লাম-ছাম দিলেই জাকাত আদায় হবে না। সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত আদায় একটি ফরজ বিধান। গতকাল জুমার খুৎবা-পূর্ব বয়ানে খতিব এসব কথা বলেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন গতকাল জুমার বয়ানে বলেন, মাহে রমজানে জাকাত...