তিউনিসিয়ায় নৌকাডুবে ৩৪ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
তিউনিসিয়া উপকূলে ইউরোপ অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছে। এ নিয়ে গত দুই দিনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা ডুবে গেছে। এসব ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৬৭ জন। সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ইতালির উদ্দেশে রওনা দিয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পরবর্তীতে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, গত...