সঙ্কটে আলু ও বোরো চাষ
বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শতাধিক হিমাগারে হাজার হাজার বস্তা আলুতে বোঝাই, সারের দোকানগুলোতে ইউরিয়া, ড্যাপ ও পটাশ সারের অভাব নেই। তবে গ্রাহকরা আলু ও সার কিনতে গেলে বলা হচ্ছে ‘নেই’! কিন্তু দাম বেশি দিলেই মিলছে সব। তাই বাধ্য হয়ে খুচরা আলু ব্যবসায়ী, আলু চাষি এবং ধান চাষিদের বেশি দামেই কিনতে হচ্ছে উল্লেখিত পণ্য। বাজারে নতুন আলু ওঠার পরেও কমছে না...