ছোটখাটো চিড়িয়াখানা!
অনেকেই সরীসৃপ দেখে ভয় পান। সাপ, টিকটিকি দেখলেই তাদের গা শিরশির করে ওঠে। আবার অনেকেই সাবলীলভাবে সাপদের জড়িয়ে ধরেন। তাদের আদর করেন। খেলাও দেখান সাপ নিয়ে। কেউ কেউ তো আবার সাপেদের সঙ্গে বসবাস করার সাহসও দেখান। সম্প্রতি এমনই এক ভিডিয়ো নজর কাড়ল ইন্টারনেটে। যেখানে দেখা যাচ্ছে, এক বিশালাকার অজগর সাপকে জড়িয়ে ধরেছেন এক মহিলা। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও...