ডলার এখন ‘সোনার হরিণ’
প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়ায় বেশি দাম বেঁধে দেওয়ার পর রাজধানীর মানি চেঞ্জারগুলো প্রায় ডলারশ‚ন্য হয়ে পড়েছে। ডলার পাওয়াই যাচ্ছে না। আন্তর্জাতিক বিনিময় মুদ্রা মার্কিন ডলার যেন সোনার হরিণ হয়ে গেছে।
ইশপের গল্পে সোনার হরিণের দেখা যেমন পাওয়া যায় না; তেমনি গতকাল যারা ডলার কিনতে গেছেন তারাও ডলারের দেখা পাননি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি ডলারের দাম ১১৯ টাকায় নির্ধারণ করে দেওয়ার...