নয়াপল্টন সড়কে হাঁটুসমান পানিতেই বিএনপির সমাবেশ

ঐক্যবদ্ধভাবে মরণপণ সংগ্রাম করে ডিক্টেটরকে হটাব মির্জা ফখরুল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৪ আগস্ট ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

আওয়ামী লীগকে ‘ডিক্টেটর’ হিসেবে অবিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ভারত কী বলল সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এই ডিক্টেটরকে সরাতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে ‘দুদকের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় ঘোষণার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিদেশীরা কি বললো সেটা নয়, আমাদের দরকার বাংলাদেশের মানুষ কী বলছে? সেটাই আসল। মানুষ বলছে, ‘ডিক্টেটর’ তোমরা বিদায় হও। সুতরাং এই সরকারকে যেতেই হবে। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই সরকারকে বিদায় করতে হবে।
সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনের দুপুরে সড়কে বৃষ্টির পানি জমে যায়। হাঁটুসমান পানিাতে দাঁড়িয়েই সমাবেশে অংশ নেন দলটির কর্মী-সমর্থকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা দেখেন না জানিয়ে মির্জঅ ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমাদের এক বন্ধু (ফেসবুকে) একটা কার্টুন দেখিয়েছে। সেখানে বলা হয়েছে, ডিক্টেটরদের নিতম্ব থেকে আসনকে অপারেশন করে সরানো হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তিনি বলেন, এই যে চেয়ার ছাড়তে চায় না; একবার বসে, ওখান থেকে আর উঠতে চায় না। কিন্তু এইবার তাদেরকে কি চেয়ারে বসে থাকতে দেয়া যাবে বন্ধুগণ? এ সময় সমবেত জনতা চিৎকার করে ‘না’, ‘না’ বলতে শুরু করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সামান্য বৃষ্টিতে রাস্তা পানির নীচে তলিয়ে গেলেও পানিতে দ্বাঁড়িয়ে থাকেন হাজার হাজার মানুষ। এ সময় বিএনপির মহাসচিব বলেন, আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই। এই দেশকে, দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। মরণপণ সংগ্রাম, মরণপণ যুদ্ধ করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে এদের বিদায় করতে হবে। এই সরকার বিদায় হলে মামলা-মোকদ্দমা-রায় সবকিছু চলে যাবে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু, যারা বাংলাদেশকে ফ্যাসিবাদের রাষ্ট্র হিসেবে পরিণত করেছেন। তাদের পতনের দাবিতে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে; আন্দোলনের উত্তাল তরঙ্গের মাধ্যমে এই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য এগিয়ে চলেছে; গণতান্ত্রিক আন্দোলন যৌক্তিক পর্যায়ে এগিয়ে চলেছে; ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন আন্দোলন করছে- ঠিক তখন এই ভীরু, কাপুরুষ, সরকার আমাদের নেতা তারেক রহমানকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়েছে। শুধু তাই নয়, তার সহধর্মিণী, যিনি রাজনীতির সাথে সম্পৃক্তই নন, যার পারিবারিক প্রতিপত্তি কয়েক হাজার কোটি টাকা, তাকে কয়েক লাখ টাকার এফডিআরের জন্য সাজা দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার, যারা বৈধ নয়, যারা সম্পূর্ণ জোর করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বিশেষ করে পুলিশ প্রশাসন, প্রশাসন, এবং বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে- তারা আজ প্রমাণ করেছে যে তাদের কথার মধ্য দিয়েই ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। এবার কী আমরা ওই নির্বাচন শেখ হাসিনার অধীনে করতে দেব? সমাবেশে অংশগ্রহণকারীরা উত্তরে ‘না’ উচ্চারণ করেন। এরপর মির্জা ফখরুল আবার বলেন, তাহলে বন্ধুগণ এবার সেই মরণপণ সংগ্রাম। মরণপণ যুদ্ধ। মরণপণ যুদ্ধ করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এদেরকে পরাজিত করতে হবে।
নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে আসায় বিএনপি মহাসচিব তাদের উদ্দেশে বলেন, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজ ঢাকা মহানগর ও ঢাকা জেলার নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে। তিনি বলেন, সম্পূর্ণ জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে; বিশেষ করে পুলিশ প্রশাসন, প্রশাসন এবং বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। তারা (সরকার) আজ প্রমাণ করেছে, তাদের কথার মধ্য দিয়েই ভয়ভীতি ছড়িয়ে পড়েছে।
এর আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রথম মিছিলটি আসে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির। এই মিছিলে নেতৃত্ব দেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ ছাড়া দোহার নবাবগঞ্জ উপজেলার একটি মিছিল আসে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সাভার ও আশুলিয়া থেকেও মিছিল আসে, যার নেতৃত্ব দেন ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। ধামরাই থেকে আসা মিছিলের নেতৃত্ব দেন তমিজ উদ্দিন। একই সঙ্গে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল আসতে দেখা যায়। প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। ##

সিলেট ব্যুরো জানায়, গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। এর আগে নগরীর রেজিস্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কোর্ট পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রমুখ।
রাজশাহী ব্যুরো জানায়, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। গতকাল বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে মিছিল নিয়ে জড়ো হন দলের নেতাকর্মীরা। বিএনপির মহানগর আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু, শফিকুল ইসলাম শাফিক, মামুনুর রশীদ প্রমুখ।
কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রেখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী। শহীদ স্মরনী দলীয় কার্যালয় চত্ত্বরে আয়োজিত সমাবেশে এসময় দলের বিভিন্ন স্তরের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বরিশাল ব্যুরো জানায়, নগরীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর এবং উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা বিএনপি। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক আবুল হোসেন খান। বিকেলে মহানগর ও উত্তর জেলা বিএনপি সমাবেশ করে। সমাবেশে শেষে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় গতকাল বিকেল তিনটায় শহরের ইসলামপুরপাড়া জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষীণ করে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজাসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে গতকাল সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সদস্যসচিব অ্যাড. শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, জেলায় গতকাল দুপুরে মোক্তারপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে, পরে এনআর প্লাজার সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইউনুছ আলী, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু।
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের খন্দকার দেলোয়ার হোসেন কলেজ মাঠে সমাবেশে করেন। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিনাহ কবির, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. আজাদ হোসেন খান প্রমুখ।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বৃষ্টি উপেক্ষা করেও চলতে থাকে প্রতিবাদ সমাবেশের কার্যক্রম। সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আদম সুফি, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী