নেটিজেনদের প্রশ্ন

নানারূপে ফিরতে ব্যর্থ ফ্যাসিস্ট আ'লীগ, এবার কি তবে কলকাঠি নাড়ছে হিযবুতের পেছনে?

Daily Inqilab সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ০৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

জঙ্গি তত্ত্ব ফেরি করে আন্তর্জাতিক মহলের সমর্থনে টানা ১৬ বছর ক্ষমতা কুক্ষিগত করে রাখে ফ্যাসিস্ট হাসিনা। দিল্লির এই সেবাদাসীর পতনের ছয় মাস পর নতুন করে তৎপর হয়ে উঠেছে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন হিযবুত তাহরীর। যদিও সংগঠনটিকে গণহত্যাকারী দল আওয়ামী লীগ ও ইসলামবিদ্বেষী ভারতের বি-টিম হিসেবেই দেখেন সচেতন মহল। স্বৈরাচার হাসিনামুক্ত বাংলাদেশকে বিশ্বের বুকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে নিষিদ্ধ সংগঠনটির পেছনে কলকাঠি নাড়ছে পতিত স্বৈরাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আলোচনা এখন তুঙ্গে।



দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসা হিযবুত তাহরীর পূর্ব ঘোষণা দিয়ে আজ শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় প্রকাশ্যে মিছিল করেছে। এই ঘটনায় ক্ষোভে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।



নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে এই মিছিল করে। তারা মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকির দিকে যায়। এসময় বিভিন্ন ব্যানার হাতে খিলাফত-খিলাফত স্লোগান দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিলে সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে পানির ট্যাংকির দিকে এগিয়ে যান।



এরই মাঝে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। এর ফলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা। পরে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।



এর আগে তারা বায়তুল মোকারমে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে; বিভিন্ন জায়গায় লিফলেটও বিলি করেছে।



নেটিজেনরা বলছেন, ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকারের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে ৫ আগস্টের পর নানা রূপে ফিরতে ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সর্বশেষ ট্রাম্প-মোদির আলোচিত বৈঠকের দিকে চেয়ে থেকেও চরম হতাশ হয় ফ্যাসিবাদের দোসররা। তাই নতুন ছকে নেমেছে আওয়ামী লীগ ও ভারত। বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে তা প্রমাণ করতেই নিষিদ্ধ হিযবুত তাহরীরকে এবার মাঠে নামিয়েছে তারা। নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিলে ইসকন-আরএসএসের অনুকরণে গেরুয়া রঙের পতাকা ও ইংরেজি ব্যানার ব্যবহার করায় ভারতীয় ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।



একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন শহরে নির্বিঘ্ন আশ্রয়ে থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন।
এ লক্ষ্যে ঢাকাসহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্যসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন। তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সংক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পসহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদেরই হাত। এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ। যা গত ১৬ বছরে অবৈধভাবে আয় করেছেন।



আওয়ামী লীগের পলাতক নেতাদের ধারণা, দেশ অস্থিতিশীল হলে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। এতে করে শেখ হাসিনাসহ দলের নেতাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে। নির্বাচন প্রক্রিয়াকেও বানচাল করা যাবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।



আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, গেড়ুয়া পতাকা জাতীয় কিছু দেখলেই অনেকে দাবি করেন এসব কোন না কোন ভাবে ভারতের উগ্রবাদী সংস্থা আরএসএসের সাথে সংশ্লিষ্ট। বিডিআর হত‍্যাযজ্ঞের সময় অনেক বিডিআর সদস্যের মাথায় এই রংয়ের পতাকা বাঁধা রয়েছে এমনটা লক্ষ‍্য করা যায়। এছাড়াও সাম্প্রতিক সময় ইস্কনের একটি গ্রুপ এই রংয়ের পতাকা ঢালাওভাবে ব‍্যবহার করে। আজ ঢাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক‍ একই রংয়ের পতাকায় বিভিন্ন স্লোগান লিখা লক্ষ‍্য করেছি। ‍



যারা আগের ঘটনাগুলোতে দাবি করেছেন এসবই ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সাথে কোন না কোনভাবে সম্পৃক্ত, তারা কি আজকের গেড়ুয়া পতাকা ব্যবহারের ঘটনাও একইভাবে ব‍্যখ‍্যা করবেন?



অপর এক পোস্টে তিনি লেখেন, তা ইংরেজি ভাষা ব্যবহার করে কার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন? সাধারণ জনগণ কিন্তু সবই বুঝতে পারে।



ইসলামী বক্তা মুফতি রেজাউল করিম আবরার লিখেছেন, হেজবুত তাহরিরের সাথে , তাদের আকিদা, কর্মপন্থার সাথে এদেশের ওলামায়ে কেরামের কোন সম্পর্ক নেই। নতুন বাংলাদেশে তারা কার ইন্ধনে মাথাচাড়া দিয়ে ওঠছে, রাস্ট্র সেটা শক্তভাবে নিয়ন্ত্রণ করুক। নতুন বাংলাদেশে ইসলামপন্থাকে দাগ লাগানোর জন্য অনেক কিছু হবে। সবাই সতর্ক থাকুন।



হিযবুত প্রসঙ্গে হৃদয় আহমেদ লিখেছেন, এরা যা করে ইসলামের সাথে নিম্নতম সম্পর্ক নাই বিধায় এদের প্রত্যেককে রিমান্ডে নিয়ে এরা কার ইশারায় মাঠে নামে কাদের এজেন্ডা বাস্তবায়ন করে বের করা এই সরকারের নৈতিক দায়িত্ব।আব্দুল্লাহ আল মামুন রাসেল লিখেছেন, পূর্ব ঘোষিত 'মার্চ ফর খিলাফাত' কে প্রতিহত করতে পারে না বাংলাদেশের গোয়েন্দা সংস্থা গুলো এটা বিশ্বাস করতে হবে আমাদের??? 



যদি না ই পারেন তাহলে আপনারা জনগণের টাকায় কেন চাকরি করেন?? এটা স্পষ্ট বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে হিজবুতীদের রাস্তায় নামতে দেয়া হয়েছে৷ এখানে লীগ যুক্ত হয়েছে। ঐপাড়ের ইশারায় দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা বন্ধ নেই।  সতর্ক থাকতে হবে সবাইকে।



বুলবুল লিখেছেন, ৫ আগস্ট এর পরে এদের কোন সন্ধান পেলাম না। এখন দেশকে জঙ্গিরাষ্ট্র দেখানোর জন্য এরকম দল বের হলো হঠাৎ করে। জঙ্গি তকমা দিয়েই হাসিনা ক্ষমতায় এসেছিল। আবারো সেই পরিকল্পনা স্পষ্ট বোঝা যাচ্ছে।



হাসিবুর রহমান লিখেছেন, মিছিল বায়তুল মোকাররম থেকে পানির ট্যাংকি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার গেলো কীভাবে? জামায়াত, হেফাজত আর বিএনপিকে ডলা দিতো তো পুলিশেই? নাকি অন্য কেউ?বিএনপির কয়েক লাখ মানুষের মিছিল পুলিশ হাওয়ার মতো উড়ায়ে দিতে পারসিল।হেফাজত আর জামায়াতের কী করা হয়েছিল, আমরা ভুলে যাইনি। আজ মাত্র শ দুয়েক হিজবুতিদের মিছিল কেমনে হয়?ভুত কোথায়?


সর্ষের মধ্যেই?আপনার পেশা, ধর্ম, বর্ণ যাই হোক, দেশের শান্তি রক্ষার্থে কথা বলতেই হবে।যাদের আশকারায় আজ গ/ঙ্গিরা শোডাউন দিলো, তাদের জবাব দিতেই হবে। সবার আগে দেশ। 


বিভাগ : রাজনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাজায় গণহত্যার প্রতিবাদে কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ
নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক
‘ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণের নয়া কৌশল’
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
ভারতে ওয়াকফ সংশোধন বিলের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে লেবার পার্টির বিক্ষোভ ৩টায়
আরও
X

আরও পড়ুন

নামেই সিলেট ‘ওয়াসা’  ৩ বছরেও কার্যক্রমহীন: সিলেটের বিষয়ে উদাসীন অন্তর্বর্তীকালীন সরকারও

নামেই সিলেট ‘ওয়াসা’  ৩ বছরেও কার্যক্রমহীন: সিলেটের বিষয়ে উদাসীন অন্তর্বর্তীকালীন সরকারও

গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!

গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র সহ সন্ত্রাসী  গ্রেফতার

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র সহ সন্ত্রাসী  গ্রেফতার

লিভারপুলের অপ্রত্যাশিত হারে টিকে থাকল আর্সেনাল

লিভারপুলের অপ্রত্যাশিত হারে টিকে থাকল আর্সেনাল

সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

হাসিনাকে ফেরাতে সব প্রক্রিয়াই অনুসরণ করবে দুদক

হাসিনাকে ফেরাতে সব প্রক্রিয়াই অনুসরণ করবে দুদক

ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং-জেল-জরিমানা

ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং-জেল-জরিমানা

কিশোরগঞ্জ শহরে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর আয়োজনে বিশাল ঈদ শোভাযাত্রার আয়োজন

কিশোরগঞ্জ শহরে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর আয়োজনে বিশাল ঈদ শোভাযাত্রার আয়োজন

বন্দরে দুর্বৃত্তদের অস্ত্রঘাতে সন্ত্রাসী রনী নিহত

বন্দরে দুর্বৃত্তদের অস্ত্রঘাতে সন্ত্রাসী রনী নিহত

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটে উত্তরায় মশাল মিছিল

ফিলিস্তিনে হামলার প্রতিবাদ ও ইসরাইলি পণ্য বয়কটে উত্তরায় মশাল মিছিল

অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় দুই হোটেলকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় দুই হোটেলকে জরিমানা

সিরাজদিখানে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

সিরাজদিখানে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

নদীতে অভিযানের জেরে ভাসমান জেলে পাড়াতে হামলার অভিযোগ, শিশুসহ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে গলিত লাশ উদ্ধার

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

গাজাবাসীর হরতালে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পূর্ণ সমর্থন

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

ঈদ পূর্ণমিলনীতে শেখ হাসিনার সেই নিষ্ঠুর শাসনের স্মৃতিচারণে আবেগাপ্লুত সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অভিমত সংস্কার প্রস্তাবে বিএনপি’র মতামত ইতিবাচক

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”

“তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন”

সরাইলে তিন মাতালকে কারাদণ্ড

সরাইলে তিন মাতালকে কারাদণ্ড