যারা ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না : আখতার
০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ এএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে। যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, তারা রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। শুক্রবার (৪ এপ্রিল) রাতে রংপুর চেম্বার ভবনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সংগঠকদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। এবং বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগেই জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে। আমরা মনে করি, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে। একটি পলিটিক্যাল প্লাটফর্ম এবং সিভিল সোসাইটির প্লাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাবে।
তিনি উল্লেখ করেন, আমরা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি নিয়ে কাজ করছি এবং এর কার্যক্রমের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেক সদস্যও যুক্ত রয়েছেন। আখতার হোসেন থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বৈঠক প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টা সঠিকভাবে কথা বলেছেন, তবে আমরা মনে করি, শুধু কথার মাধ্যমে কিছু হবে না। ভারতসহ আন্তর্জাতিকভাবে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সেই পথে ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যারা চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিচার শুধু কোনো এক ব্যক্তির নয়, বরং আওয়ামী লীগের পক্ষ থেকে যে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তার বিচার করতে হবে। এসময় তিনি গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সকল রাজনৈতিক দলকে বিতর্ক থেকে বেরিয়ে এসে গণপরিষদের পক্ষে থাকার আহ্বান জানান। তবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে, ড. মুহম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমি মনে করি, প্রফেসর ড. মুহম্মদ ইউনুসের মতো যোগ্য এবং দক্ষ মানুষই এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। তাঁর যোগ্যতা এবং দক্ষতা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত। তিনি বলেন, যদি গত নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হত, তাহলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে পরাজিত হতেন। ভবিষ্যতে রংপুরে জাতীয় পার্টির ঘাটি থাকবে না। এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আনোয়ারায় পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

গাজায় গণহত্যার প্রতিবাদে কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ

পুরুষ মানুষ না থাকায় মহিলাদের বাহিরের সব কাজ করা প্রসঙ্গে?

আ. লীগ সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে

গাজার জন্য রাবির সংহতি– ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক শিক্ষার্থীদের

মাগুরায় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কাল সিলেটে ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল

হজ্ব যাত্রীদের হয়রানী করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেটমুক্ত করার দাবি

বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে ফুলবাড়ীর ধরলা সেতু

মুহাম্মদ (সা.)’র সুন্নাত টুপি ও পাঞ্জাবিকে ইহুদিদের সাথে তুলনা করায় প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সৈয়দ গোলাম রহমান মাইজভান্ডারীর ওরশ শরীফ উদযাপিত

একই গাছে মা-ছেলের ঝুলন্ত লাশ

ফটিকছড়িতে ভাইয়ের দা’র কোপে ভাই ও মা খুন

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর ধরে অপারেশন বন্ধ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নেতৃত্বে বাদল-তৌহিদ

ভালুকায় রাতের আঁধারে বনবিভাগের অর্ধশতাধিক আকাশমনি গাছ চুরি

তালতলীতে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

তুচ্ছ ঘটনায় তালাকের মহামারী