পর্যটকশূন্য কক্সবাজার
রমজানের সাথে চৈত্রের খরতাপে এখন পর্যটক শূন্য কক্সবাজার। কোন হোটেলে আলো জ্বলছে না। রাস্তাঘাট ফাঁকা। ছুনছান নির্জীবতা। এই দৃশ্য এখন পর্যটন শহর কক্সবাজারের হোটেল মোটেল জোনে। পর্যটন শহর কক্সবাজার এর হোটেল মোটেল জোনে এই নির্জীবতা সাধারাণত দেখা যায়না। করোনা মহামারির সময় এরকম দৃশ্য দেখাগেলেও সাধারাণত এরকম হয়না। কিন্তু চলতি রমজান মাসে কক্সবাজারের হোটেল মোটেল জোন এরকম পর্যটক শূন্যতায় উদ্বিগ্ন করে...