বরিশালে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া ৩টি আসনের ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, ১৫টি আসনের জাপা প্রার্থীরাও নীরব
দক্ষিণাঞ্চলের ২১টি আসনের ভোটের মাঠে যে ১৮টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় ফার্টি তার দুটি আসন ছাড়া প্রায় কোথাওই প্রার্থীদের তেমন কোন তৎপড়তা নেই। এমনকি সমঝোতার ভিত্তিতে যে ৩টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বসিয়ে জাতীয় পার্টির জন্য নিশ্চিত ছাড় দেয়অ হয়েছে, তারমধ্যে পিরোজপুর-৩ আসনটিতে দলীয় প্রার্থীর প্রচারানায়ও ঢিলেঢালা ও দায়সাড়া ভাব। এমনকি দলীয় প্রার্থীদের বসিয়ে এসব আসন মহাজোটের একসময়ের শরিক জাপাকে...