প্রধানমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে : সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে।
রোববার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুন্দর ও শান্তিপূর্ণ...