রেল আসছে কক্সবাজারে
০৩ জুন ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০১:০২ এএম

খুশির খবর, এবছরই রেল আসছে কক্সবাজারে। দোহাজারী-কক্সবাজার রেল লাইন এক সময়ের স্বপ্ন হলেও এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এ বছরের শেষের দিকে রেল আসছে কক্সবাজারে। কক্সবাজার থেকেই রেলে চড়ে মানুষ যাবে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে। সহজ হবে নিত্য প্রয়োজনীয় পণ্য আনা নেয়া। আর কক্সবাজারে বাড়বে পর্যটকের স্রোত। এতে করে কক্সবাজারের সামগ্রিক অর্থনীতিতে আসবে বৈপ্লবিক পরিবর্তন।
পর্যটন, লবণ, চিংড়ি ও কৃষিপণ্যসহ নানা কারণে গুরুত্ব বেড়ছে কক্সবাজারের। এছাড়াও রোহিঙ্গা ইস্যুর কারণে আন্তর্জাতিকভাবে ফোকাস পেয়েছে কক্সবাজার। উন্নত যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনীতির বিকাশে। আধুনিক উন্নত সমাজ ব্যবস্থায় যোগাযোগ ব্যবস্থার সহজীকরণের কোনো বিকল্প নেই। এই বিবেচনায় কক্সবাজারের সাথে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থার সহজকরণের দাবি ছিল শতাব্দীকালের। এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দের উন্নিত করে। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করে। এটি বর্তমান সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের একটি।
কক্সবাজারের সাথে রেল যোগাযোগের গুরুত্ব বিবেচনায় ২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার ও রামু-ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে দেহাজারী-কক্সবাজার ১০০ কিমি রেল পথের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। জানা গেছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ট্রেন আসছে পর্যটননগরী কক্সবাজারে। এই টার্গেট নিয়েই কাজ করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, দোহাজারী থেকে কক্সবাজারে ট্রন আসবে আগামী সেপ্টেম্বরে। রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজার আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় রেল মন্ত্রী বলেন, একসময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় আছে, তেমনি সারা দেশের মানুষও ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই দোহাজারী-কক্সবাজার ট্রন চলাচল শুরু হবে। তিনি আরো বলেন, কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ দিয়ে ট্রেন চালানো হবে। এজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪টি কোচ কেনা হবে যেগুলোর জানালা সুপ্রশস্ত। মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ১০০ কিলোমিটার রেলপথে স্টেশন থাকছে আটটি। এগুলো হলো: সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু, কক্সবাজার সদর ও উখিয়া। এ জন্য সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিনটি বড় সেতু। এ ছাড়া এই রেলপথে নির্মাণ করা হচ্ছে ৪৩টি ছোট সেতু, ২০১টি কালভার্ট ও ১৪৪টি লেভেল ক্রসিং। সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় তৈরি হচ্ছে একটি ফ্লাইওভার, রামু ও কক্সবাজার এলাকায় দু’টি হাইওয়ে ক্রসিং। হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর চলাচলে ৫০ মিটারের একটি ওভারপাস ও তিনটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এদিকে, কক্সবাজার সদর থেকে সাত কিলোমিটার পূর্ব-উত্তরে ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় ২৯ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। স্টেশনটিকে সৈকতে বিচরণ করা ঝিনুকের আদলে তৈরি করা হচ্ছে। স্টেশন ভবনটির আয়তন এক লাখ ৮২ হাজার বর্গফুট। ছয়তলা ভবনটির বিভিন্ন অংশের নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণাধীন আইকনিক ভবন ঘেঁষে ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের তিনটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এর পাশেই রেলওয়ের আবাসিক এলাকা গড়ে তোলা হয়েছে। সেখানে আটটি ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। স্টেশনটিতে আবাসিক হোটেলের পাশাপাশি ক্যান্টিন, লকার, গাড়ি পার্কিং ইত্যাদির ব্যবস্থাও রাখা হয়েছে। পর্যটকরা স্টেশনের লকারে লাগেজ রেখে সারা দিন সমুদ্রসৈকতে বা দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন। এই স্টেশন দিয়ে দিনে ৪৬ হাজার মানুষ আসা যাওয়া করতে পারবেন।
লেখক: বিশেষ সংবাদদাতা, ব্যুরো চিফ, কক্সবাজার, দৈনিক ইনকিলাব।
বিভাগ : বিশেষ সংখ্যা
বিষয় : year
মন্তব্য করুন
আরও পড়ুন

নাটোরে ছাত্রলীগ কর্মীর পিঠে পা-চাপা দিয়ে শহর ঘোরানো ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

তুরস্ক-পাকিস্তান সম্পর্ক জোরদারে শাহবাজের কূটনৈতিক সফর

আনোয়ারায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের টহল জোরদার

ফেসবুক লাইভে নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক

জামায়াতপন্থী এক ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন: হান্নান মাসউদ

চীন সফরে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নোবিপ্রবিতে বিএনসিসির ব্যাটালিয়ন ক্যাম্প অনুষ্ঠিত

ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন আটক

পদ পেতে ‘স্ত্রীকে তালাক’, ছাত্রদল নেতাকে অব্যাহতি

কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক দশকে নিহত ৮২৯৮ শ্রমিক

যে শর্তে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার খামারিদের

জুলাই আন্দোলনকে ‘তথাকথিত’ বলে দুঃখ প্রকাশ ঢাবি ছাত্রদল সভাপতির

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

ঢাকা ও না.গঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা সাত লাখ টাকা

ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, ৯ দিনের শোক

ঢাবির সেই শিবির নেতা মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট

কাতার-মিসরের উদ্যোগে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব

মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে মারা গেছেন পোপ, জানিয়েছে ভ্যাটিকান

ছাত্রদলের জুলাই বিপ্লবকে অপমান করার কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ