‘মেসির জন্য দলের সবাই জীবন দিতেও প্রস্তুত’
৩০ মার্চ ২০২৩, ১০:০৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম
আর্জেন্টিনার কোচ বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি বলেছেন,‘মেসির জন্য দলের সবাই জীবন বিসর্জন দিতে পারে।’ দলের সবার এমন ঐক্যের কারণেই তারা কাতারে সফল হয়েছেন বলে জানিয়ে এএফএ স্টুডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন,‘আমরা যে স্তরে এসে কথা বলছি, সেখানে সবকিছুই এত সমান, যা পার্থক্য গড়ে দিয়েছে। আপনাকে একটা উদাহরণ দিতে পারি- কুতি (ক্রিস্তিয়ান রোমেরো), (নাহুয়েল) মলিনা বা লিসান্দ্রো (মার্তিনেজ) একে অপরের জন্য তাদের শিরা কেটে ফেলতে পারে।’ তিনি যোগ করেন.‘তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে, তারা সারাদিন একত্রে থাকে এবং একজনের করা ভুলটিকে ছোট করে দেয় কারণ অন্যরা তার জন্য জোগান দেয়। তাকে বলে ‘কিছুই ভুল হয়নি’ বা বন্ধু জেনে সেই ভুলটি ঠিক করে দেয়। এটা আপনার কাছে উদ্ভট মনে হতে পারে, কিন্তু আমি এটাকে আজেবাজে মনে করি না। আমি বিষয়টি গুরুত্বপ‚র্ণ হিসেবে দেখছি।’
‘আমরা মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই।’কাতারে যাওয়ার আগে আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড়ের মুখে শোনা গিয়েছিল এমন মন্তব্য। আর মাঠে তার প্রমাণও রেখেছিলেন তারা। প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত ফুটবল খেলেই বিশ্বকাপ শিরোপা জিতে নেয় দলটি। দলের খেলোয়াড়দের মধ্যে একে অপরের জন্য এই ঐক্যই পার্থক্য গড়ে দিয়েছিল বলে জানালেন কোচ লিওনেল স্কালোনি। এক সময় মেসিনির্ভর আর্জেন্টিনা দল এবার কাতারে দারুণ দলীয় ফুটবল উপহার দিয়েছে। প্রতিটি বিভাগের প্রত্যেক খেলোয়াড়ই ছিলেন অনন্য। যখন যাকে নামিয়েছেন স্কালোনি, সেই তখন তার কাজটা সঠিকভাবেই করেছে। ফলে দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়ের ইনজুরিও ভোগাতে পারেনি আর্জেন্টিনাকে। তরুণরা একে অপরের জন্য নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন মাঠে।
দলের সবাই মেসির জন্য জীবন বিসর্জনও দিতে পারে বলে জানিয়ে স্কালোনি বলেন, ‘তারা লিওকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসাবে দেখে, যেমন তারা তাকে দেখছে... তারা মেসির জন্য নিজেদের জীবন বিসর্জন দিতে পারে। এটা ভিন্ন এক ধরণের রসায়ন তৈরি করে। ফুটবলে যা অনেক বেশি প্রয়োজনীয়।’
পুরো দল যেন এখন একটা পরিবার হয়ে উঠেছে বলেই মনে করেন স্কালোনি, ‘সবাই এত কাছাকাছি থাকে, সবকিছু আমাদের অনেক বেশি প্রভাবিত করে, ভালো কিংবা খারাপ। সবকিছু আমাদের প্রভাবিত করে। কারো পারিবারিক সমস্যা থাকলে তাও আমাদের প্রভাবিত করে। আমরা একজন আরেকজনের মতো অনুভব করছি।’
মাঠে তাই নিজেদের কোচ হিসেবে ভাবেন না স্কালোনি। তার কথায়,‘আমরা মনে করি না যে আমরা কোচ, আমরা মাঠের একপাশে দাঁড়াই, আমরা খেলতে পাঠাই... তারা স্পষ্ট ভাবেই জানে তাদের ভ‚মিকা কি এবং দল হিসেবে খেলাই ম‚লমন্ত্র। তাদের এই আবেগ সত্যিই অবিশ্বাস্য। আমি তাদের অনেক ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জে শীতের বাহারি পিঠা বিক্রির ধুম...
বিদায় বেলায় ইরানের পরমানু স্থাপনায় হামলার খায়েস বাইডেনের
‘এইচএমপিভি’ এশিয়ায় নতুন ভাইরাসের আতঙ্ক
বর্ষবরণ অনুষ্ঠানে হামলা : নিউ অরলিন্স সফরে যাচ্ছেন বাইডেন
বিয়ে করেছেন তাহসান খান, নতুন বছরের সেরা চমক
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প–সমর্থিত মাইক জনসন স্পিকার পদে পুনরায় নির্বাচিত
ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ১৯ চাঁদাবাজ-ছিনতাইকারী গ্রেফতার
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটি নিয়ে জার্মানিকে রাশিয়ার হুঁশিয়ারি
আজ ঢাকায় উঁকি দিতে পারে সূর্য, বাড়তে পারে তাপমাত্রা
চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
সউদী আরবের সিরিয়ার পুনর্গঠনে সমর্থন,পাশে থাকার প্রতিশ্রুতি
কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুমড়েমুচড়ে গেল প্রায় ১০০ গাড়ি
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার শেষ আশা ক্ষমা
দ্বীপ উপজেলা হাতিয়ায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার
কানাডার সাংবাদিকতায় গুগলের বড় আর্থিক সহযোগিতা
‘আল্লাহ মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন’
ট্রাম্পের 'হাশমানি' মামলার শাস্তি ঘোষণা ১০ জানুয়ারি , কারাদণ্ডের ইঙ্গিত নেই
প্রবীণ শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী মারা গেছেন
টিউলিপকে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী