সোহাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন
১৫ এপ্রিল ২০২৩, ১১:২৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৮ এএম
ফিফা থেকে সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ইস্যুতে মুখ খুললেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন। গতকাল বিকালে মতিঝিলের বাফুফে ভবনে গণমাধমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন,‘আমাদের জন্য একটা দুঃসংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার ডকুমেন্ট আমি দেখেছি। ফিফা যেহেতু সাসপেন্ড করেছে, এই ব্যাপারে যা কতর্ব্য তা আমরা করছি।’
তিনি যোগ করেন,’ সোহাগ ইস্যুতে আমি জরুরি সভা করতে চেয়েছিলাম। কিন্তু তিনজন সহ-সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি ঢাকার বাইরে থাকায় সভা করতে পারিনি। তারা ঢাকায় ফিরলে সোমবার সভা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। তবে সবকিছুর জন্য অপেক্ষা করতে হবে আরও দুই থেকে তিন দিন। কারণ শনি ও রোববার ফিফার দপ্তর বন্ধ থাকবে।’
বাফুফের সভাপতি আরও বলেন, ‘আমি সোহাগের সঙ্গে কথা বলেছি, সে মনে করছে তার উপর অবিচার করা হয়েছে। সে আমাকে বলেছে যে, সে আন্তর্জাতিক ক্রীড়া আদালত যাবে।’ ফিফার তদন্ত প্রতিবেদনে বাফুফের নানা আর্থিক অসঙ্গতি ধরা পড়েছে। ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বাফুফে কোন আইনগত সিদ্ধান্ত নেবে কিনা? এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘আর্থিক অনিয়মের কথা বলেনি ফিফা। কোড অফ এথিকস ও রেসপন্সবিলিটি এসব বিষয় রয়েছে। এখানে লুকানোর কিছু নেই। আমাকে বোর্ড মিটিং করতে হবে।’
এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কাল বলেন, ‘বাফুফে যে আমাদের ভাবমূর্তি সংকটে ফেলেছে, এতে আমরা খুবই লজ্জিত। তাদের আর্থিক অনিয়ম, দুর্নীতি নিয়ে গণমাধ্যম সব সময় সোচ্চার ছিল। শেষে গণমাধ্যমের রিপোটই সত্য হলো।’
ফিফার নিষেধাজ্ঞা ব্যক্তি বিশেষের উপর দিয়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতে ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একদিক দিয়ে বাংলাদেশের সৌভাগ্য যে, ব্যক্তির উপর দিয়ে নিষেধাজ্ঞা গিয়েছে। ফুটবল ফেডারেশনের উপর কোনো নিষেধাজ্ঞা আসেনি।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ক্রীড়া মন্ত্রণালয়কে তদন্ত করার সুপারিশ করেছিল। তবে ফিফার বাধ্যবাধকতার কারণে এখন ধীরে চলতে চায় মন্ত্রণালয়, ‘আমাদের হস্তক্ষেপের কারণে যদি আরও বড় ক্ষতি হয়, সেটা আমরা কেউই চাই না। ফিফা যদি অনুরোধ করে, তাহলে অবশ্যই অধিকতর তদন্ত করে পরবর্তিতে ব্যবস্থা নেব আমরা। তবে ফুটবলের উপর আমরা কোনোভাবেই অযাচিত হস্তক্ষেপ করবো না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়