বাংলাদেশ সফরের ফাঁকে ভারতেও খেলবে আফগানিস্তান
১১ মে ২০২৩, ১০:২৪ পিএম | আপডেট: ১২ মে ২০২৩, ১২:০১ এএম
আসছে মাসে বাংলাদেশে প‚র্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা আফগানিস্তান দলের। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সফরে আফগানদের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা। কিন্তু ভারতের মাটিতে সিরিজ খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ সফরের স‚চি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে আফগানরা একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি কম খেলতে চাইছে। এ ছাড়া বাংলাদেশ সিরিজের ফাঁকে ভারতের বিপক্ষে সাদা বলের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে আফগানরা। ভারত সিরিজ শেষ করে আবার বাংলাদেশে ফিরবে রশিদ খানের দল। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
গতকাল ইংল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে সফর করা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস রশিদদের দুই ভাগে সিরিজ খেলার বিষয়টি জানান, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণে খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। সিরিজ খেলে এসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে। এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। তারা ভারত সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত। সিরিজটি নিশ্চিত হয়ে যাওয়ার পর ওরা আমাদের এই স‚চিতে খেলার অনুরোধ করেছে।’ বিসিবির এতে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি, ‘আমরা মেনে নিয়েছি। কারণ, আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে খেলোয়াড়েরা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না।’
দুই দলের একমাত্র টেস্টের ভেন্যু এখনো নিশ্চিত হয়নি। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলার কথা শোনা যাচ্ছিল। কিন্তু সেখানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টানা তিনটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর একই মাঠে টেস্ট ম্যাচ খেলানো ঠিক হবে কি না, সেটা নিয়ে ভাবছে বিসিবি। জালাল ইউসুন জানান, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুটি টেস্ট হওয়ার কথা ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলব। এটাই স‚চি। যেহেতু আগের স‚চিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয়, আজ-কালের মধ্যে ভেন্যু চ‚ড়ান্ত হয়ে যাবে, কোথায় খেলা হবে। আমরা গ্রাউন্ডস কমিটির সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি দেখছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা