কোহলিকে বিদায় করে রোহিতকে প্লে অফে তুললেন গিল
২২ মে ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:০২ এএম
দারুণ সেঞ্চুরিতে দুইশোর কাছে পুঁজি নিয়ে নিজের কাজটা করে দিয়েছিলেন বিরাট কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বোলাররা শুভমান গিলের কাছে পেরে উঠলেন না। অপরাজিত বিস্ফোরক সেঞ্চুরিতে সব আলো নিজের দিকে নিয়ে গেলেন গিল। তার ঝলকে এক হাজার কিলোমিটার দূরের শহরে বসে উল্লাসে মাতল মুম্বাই ইন্ডিয়ান্স। আরও একবার আইপিএল থেকে হতাশা নিয়ে থামল ব্যাঙ্গালুরু। গতপরশু রাতে ব্যাঙ্গালুরুতে রোমাঞ্চে ভরপুর ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
তাতে ৭০ ম্যাচ শেষে আইপিএলের প্লে অফের লাইনআপও চূড়ান্ত হয়ে গেল। আজ প্রথম কোয়ালিফায়ারে লড়বে গুজরাট-চেন্নাই সুপার কিংস। আগামীকাল এলিমিনেটরে মুখোমুখি হবে লক্ষেèৗ সুপার জায়ান্ট ও মুম্বাই। শুক্রবার এই ম্যাচের জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। রোববার হবে আসরের ফাইনাল।
আগে ব্যাট করে কোহলির ১০১ রানে ১৯৭ রানের পুঁজি পেয়েছিল ব্যাঙ্গালুরুর। ৫ বল আগে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিয়ে আনন্দে উদ্বেল হয়েছেন গিল। দলকে জেতাতে ৫২ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ম্যাচ হারলেও শীর্ষেই থাকত গুজরাট। তাদের জয়ে সবচেয়ে লাভ হয়েছে মুম্বাইর। ব্যাঙ্গালুরু হেরে যাওয়ায় প্লে অফ নিশ্চিত হয়েছে রোহিত শর্মাদের। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন কোহলি। টানা দ্বিতীয় সেঞ্চুরি কাজে লাগল না তার। টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন গিলও। এর আগের ম্যাচে সানরাজার্সের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনিও।
১৯৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা তেমন ভালো হয়নি গুজরাটের। দলের ২৫ রানে ফেরেন ঋদ্ধিমান সাহা। কিন্তু এরপরই ম্যাচের গতিপথ বদলে দেয়া জুটি চলে আসে। বিজয় শঙ্করকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭১ বলে ১২৩ রান যোগ করে ফেলেন গিল। টুর্নামেন্ট জুড় দারুণ ছন্দ বজায় রাখা শঙ্কর ৩৫ বলে খেলেন ৫৩ রানের ইনিংস। তার বিদায়ের পর দাসুন শানাকা, ডেভিড মিলারকে দ্রুত তুলে নিতে পেরেছিল ব্যাঙ্গালুরু। তবে এক প্রান্তে টিকে থেকে গিল তছনছ করে দেন ব্যাঙ্গালুরুর আশা। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৪ রান। মোহাম্মদ সিরাজের ওভারে উইকেট পেলেও আসে ১৫ রান। হার্শাল প্যাটেল ১৯তম ওভারে দেন ১১ রান। শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করতে এসে তালগোল পাকান ওয়েইন পারনেল। ওয়াইড, নো বলে হারান তাল। বৈধ এক ডেলিভারিতেই ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন গিল।
এর আগে বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাটিং পেয়ে ভালো শুরু পেয়েছিল ব্যাঙ্গালুরু। ফাফ দু প্লেসিকে নিয়ে ৬৭ রানের ওপেনিং জুটি পেয়েছিলেন কোহলি। কিন্তু কেউই তার সঙ্গে তাল মিলাতে পারেননি। ওপেনিং জুটিতে ৬৭ রান আসার পর ২৮ করে ফেরেন দু প্লেসি। গ্লেন ম্যাক্সওয়েল নেমে ঝড়ের আভাস দিয়েই থেমে যান। মাহিপাল লামরোরও করেন হতাশ। মিচেল ব্রেসওয়েলকে নিয়ে পরে জুটি পান কোহলি। ২৯ বলে ৪৭ রানের জুটির পর ব্রেসওয়েলও (১৬ বলে ২৬) করে বিদায় নিলে এক প্রান্তে চালিয়ে যান। শেষ দিকে অনুজ রাওয়াতকে নিয়ে ৩৪ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে দুইশোর কাছে নিয়ে যান তিনি।
ইনিংস বিরতিতে এই পুঁজি যথেষ্ট মনে হয়েছিল কোহলির। কিন্তু শেষ পর্যন্ত বোলাররা কাজটা শেষ করতে পারলেন না। আরও একবার দারুণ দল নিয়েই আইপিএল ট্রফি স্পর্শ করতে পারল না ব্যাঙ্গালুরু।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫