ওমানকে হারিয়ে এবার মালয়েশিয়ায় চোখ
২৪ মে ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। শিরোপা জয়ের মিশনে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে এবার মালয়েশিয়ায় চোখ লাল-সবুজদের। দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। যে ম্যাচে জিততেই মাঠে নামবেন প্রিন্স লাল সামন্তরা। এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় এই গ্রুপের অন্য ম্যাচে ওমান মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার।
আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে একটি হচ্ছে মালয়েশিয়া। যারা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। এ ম্যাচে মালয়েশিয়ার পেরাবু হ্যাটট্রিক করেছেন। মালয়েশিয়া শক্তিশালী দল হলেও তাদের বিপক্ষে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে এখন লাল-সবুজরা রয়েছে ফুরফুরে মেজাজে। কারণ স্বাগতিকদের বিপক্ষে জেতা সব সময়ই কঠিন। আর সেই কঠিন কাজটিই টুর্নামেন্টের উদ্বোধনী দিন করে দেখিয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে বেশ গুরুত্ব দিচ্ছেন প্রিন্স লাল সামন্তরা। তারা মালয়েশিয়াকে হালকাভাবে না দেখলেও ছাড় দিতে নারাজ। তাই তো ম্যাচের আগে দফায় দফায় ভিডিও ক্লাস করছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মালয়েশিয়ার শক্তির জায়গা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে একটা পরিকল্পনা ইতোমধ্যে সাজিয়ে নিয়েছেন বাংলাদেশ কোচ মামুন-উর রশিদ। গতকাল তিনি বলেন, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে থাকে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা।’ মামুন যোগ করেন, ‘আমার ছেলেরা ভয়হীন ম্যাচ খেলবে। তারা তাদের স্বাভাবিক খেলাটা খেললেই আমি খুশি। খেলোয়াড়দের আমি চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। সেই পাওয়াকে অর্জন করতেই আগামীকাল (আজ) মাঠে নামবে আমার দল। অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’
এর আগে জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টেই ২০১৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ যুব হকি দল। মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত ওই ম্যাচে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল লাল-সবুজরা। এবার আর হারের লজ্জা নয়, মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় চায় বাংলাদেশ। এই ম্যাচের পর আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। ২৮ মে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের পাঁচটি দল হচ্ছে- পাকিস্তান, ভারত, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের দু’টি করে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেবাদাস হাসিনার পলায়নে সীমান্তে শক্তিশালী বাংলাদেশ দেখছে ভারত
শ্রীপুরে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের কম্বল বিতরণ
সাবেক মন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে ৩ দিনের আল্টিমেটাম
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি
মৌলভীবাজারে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ১ হাজার কম্বল বিতরণ
বিপিএলের মাধ্যমে তারুণ্যের উৎসব গতি পেয়েছে: ফাহিম
শমী কায়সারের ব্যবসায়িক তথ্য তলব
লাখো মানুষের স্বাস্থ্যসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিদ্যানন্দের ভাসমান হাসপাতাল ‘জীবন খেয়া’
সৈয়দপুরে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমির টপ সয়েল
আগামীর নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের: জোনায়েদ সাকি
বিরলে একই জমিতে কলা ও বাঁধাকপি চাষ করে সফল এক নারী কৃষক
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় রোর ফ্যাশনের শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ
৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধকে ছিনতাই করা হয়েছে: মামুনুল হক
দেশের জন্য কল্যাণকর ও ফলপ্রসূ গবেষণায় গুরুত্ব দিতে হবে: খুবি উপাচার্য
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা
খুবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু শুক্রবার থেকে
কোনো অতিথিকে সরকারি অর্থে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা
সিলেটে আড়াই‘শ ভরি স্বর্ণ চুরি
'জংলি'তে বিভৎস রূপে সিয়াম, জানা গেল সিনেমা মুক্তির তারিখ