জাতীয় নির্বাচনের পরই বিপিএল
২৪ জুন ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
আগামী তিন বিপিএল আসরের জন্য সম্ভ্যাব্য সময় কিছুদিন আগেই ঠিক করে রেখেছিল বিসিবি। সেই হিসেবে আসন্ন ২০২৪ আরটি হবার কথা ছিল জানুয়ারির প্রথম সপ্তাহেই। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে। জাতীয় নির্বাচনের ঠিক পরই টুর্নামেন্ট আয়োজন করতে চান তারা। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে গেলে ১০ জানুয়ারি শুরু হতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্টের দশম আসর।
গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তারা। তখন তিনি বলেছিলেন, ২০২৩ বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ বিপিএল ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি। সেই ছক অনুযায়ীই এই বছরের বিপিএল হয়ে যায় ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। তবে আগামী আসরের আয়োজন যে জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করবে, তা অনুমিত ছিল আগে থেকেই। নিরাপত্তা ও আনুষঙ্গিক আরও কিছু বিষয় মাথায় নিয়ে নির্বাচনের সময় থেকে বিপিএলকে আলাদা করার চিন্তাও আগেই ছিল। এক্ষেত্রে হয় নির্বাচনের আগে না হয় নির্বাচনের পর বিপিএল আয়োজন করতে পারত বিসিবি। কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সিরিজ থাকায় বিপিএল এগিয়ে আনা যাচ্ছে না।
গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নিয়ে এক অনানুষ্ঠানিক সভা করেন টুনার্মেন্টের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। পরে গণমাধ্যমকে তিনি জানান বিপিএল শুরুর একটা সম্ভাব্য তারিখ, ‘বিপিএল কবে শুরু করতে পারি, সেই আলোচনা আমাদের একটি বোর্ড মিটিংয়ে হয়েছে। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জাতীয় নির্বাচন জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে পত্রপত্রিকায়। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারীতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ শ্রীলঙ্কা সিরিজ আছে।’
অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থেকে ফেরার পরই দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই আবার নিউ জিল্যান্ড সফরে গিয়ে আছে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে আছে দেশের মাঠে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। ঠাসা এই সূচির মধ্যে বিপিএলের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি ছাড়া অন্য কোনো সময় বের করা সম্ভব নয় বলে জানালেন ইসমাইল হায়দার মল্লিক, ‘আমরা চাই ১০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করতে। এর আগেও যদি করার সুযোগ থাকে এবং জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায়, তাহলে আগেও করতে পারি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিপিএলের উইন্ডো কম থাকে। জাতীয় দলের খেলাটাকে আমরা সর্বাধিক প্রাধান্য দেই। এর বাইরে এক মাস (ফাঁকা) নেই, যেখানে আমরা বিপিএলটা করতে পারি। ভালো হতো নভেম্বর-ডিসেম্বরে করতে। কিন্তু ওই সময়ে জাতীয় দলের খেলা আছে।’ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন এই বোর্ড পরিচালক, ‘বিপিএলে প্রত্যেকটি সিকিউরিটি এজেন্সি সম্পৃক্ত থাকে। একটা আন্তর্জাতিক সিরিজে যেরকম ব্যবস্থা, বিপিএলেও তা-ই। উনাদের সঙ্গে আলোচনা করেই আমরা সময়টা ঠিক করছি।’
টুর্নামেন্টর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য সময়ও ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিবার একদম শেষ সময়ে ড্রাফট হয় বলে উপযুক্ত ক্রিকেটারদের পেতে ভোগান্তির শিকার হতে হয় দলগুলিকে। এবার প্লেয়ার্স ড্রাফট আগেভাগেই সেরে ফেলতে চান আয়োজকরা, ‘প্লেয়ার্স ড্রাফট চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে শেষ করে ফেলতে, যেন প্রত্যেকটি দল নিজেদের গোছাতে পর্যাপ্ত সময় পায়। সম্ভাব্য যারা ফ্রাঞ্চাইজি আছে, তাদের প্রত্যেককে আমরা গতকাল ও পরশু জানিয়ে দিয়েছি যে, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করব এবং খেলাটা শুরু করতে চাই।’
নির্বাচনের কারণে টুর্নামেন্টের ভেন্যু এবারও ৩টির বেশি করার সুযোগ নেই বালে দাবি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের। তবে গতবারের ৭ ফ্র্যাঞ্চাজির সঙ্গে এবার যোগ হতে পারে আরেকটি, ‘আমাদের কাছে আগ্রহী তিন-চারটা প্রতিষ্ঠানের নাম নেওয়া আছে। আগের কেউ যদি চালিয়ে যেতে না চায়, তাহলে আমরা পরিবর্তন করে দিতে পারি। আমাদের যদি সøট বাড়ে, তাহলে একটা দল বাড়াতেও পারি। এরকম আলাপ-আলোচনা হয়েছে বোর্ডে। আর্থিক শর্ত ও টুর্নামেন্টের নিয়ম-কানুন যারা মানবে না, তাদেরকে নিয়ে আমরা পরবর্তী আসরে এগোব না। সব ফ্রাঞ্চাইজি এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। ভালো সাড়া পাচ্ছি। রাজশাহীর জন্য দুটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। (পুরনো) কেউ যদি দল চালাতে না চায়, তাহলে রাজশাহীর সুযোগ থাকবে। আবার যদি আমরা বিপিএল ৮ দল নিয়ে করি, তাহলেও তাদের সুযোগ হতে পারে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ