আজ থেকে শুরু ফিনটেস ক্যাম্প

বাংলাদেশের ‘বিশ্বকাপ মিশন’ শুরু

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

৩০ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম

এশিয়া কাপ শুরু হতে বাকি ঠিক আর এক মাস। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর শেষ হওয়ার আড়াই সপ্তাহের মধ্যে মাঠে গড়াবে বিশ্বকাপ। সব মিলিয়ে তেমন বেশি সময় বাকি নেই। চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সপ্তাহ দুয়েকের বিরতি কাটিয়েছেন ক্রিকেটাররা। মাঝের সময়ে তেমন কিছু ছিল না দেশের ক্রিকেটে। তবে বিভিন্ন বিদেশি লিগে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসদের। এবার বিশ্ব আসরে দৃষ্টি রেখে আর এশিয়া কাপের জন্য এবার তাদের ছাড়াই নিজেদের প্রস্তুত করার অভিযান শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ দলের। আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে জাতীয় ক্রিকেটারদের প্রস্তুতি পর্ব। সবার শারীরিক অবস্থা পরখ করতে শুরুতে হবে ফিটনেস ট্রেনিং। সেখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকরা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান নানা সময়ে বেশ কয়েকবার বলেছেন, এশিয়া কাপের দলটিই অপরিবর্তিত রাখা হতে পারে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য। যদিও বাংলাদেশ দলের যা বাস্তবতা, তাতে এশিয়া কাপ হয়ে উঠতে পারে বিশ্বকাপের দল নির্বাচনী আসর। কয়েকটি জায়গা নিয়ে সংশয়ের অবকাশ যে আছে এখনও। এশিয়া কাপের পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় বিশ্বকাপ প্রস্তুতির জন্য আলাদা সময় মিলবে না বললেই চলে। আপাতত সামনে তাই এশিয়া কাপ হলেও এই অনুশীলন ক্যাম্প দিয়েই মূলত বিশ্বকাপের প্রবাহে নেমে পড়ছে দল। এখান থেকেই সামনের দুই বড় টুর্নামেন্টের জন্য নিজেদের ঝালিয়ে নিতে হবে ক্রিকেটারদের। গতকাল বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, এই ক্যাম্পের জন্য একটি প্রাথমিক দল প্রস্তুত করেছেন তারা, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল (আজ)। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি, ক্রিকেটারদের ফিটনেস এখন কোন পর্যায়ে আছে। তাদের স্ট্যান্ডার্ডটা দেখার জন্য (ইয়ো ইয়ো টেস্ট)... আমরা প্রায় ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা এসে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে যাবে।’

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ছাড়াও বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট মিলিয়ে এই প্রাথমিক দল প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে কিছু ক্রিকেটার কমিয়ে পরে ৮ আগস্ট শুরু হবে এশিয়া কাপের স্কিল ট্রেনিং, ‘আগস্টের ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা স্কোয়াড দেওয়া হবে। ওরা এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং করবে। ৩২ জনের দলটি আমরা এখন প্রকাশ করছি না। আমাদের মধ্যেই থাকবে। তবে ২১-২২ জনের যে স্কোয়াড, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’

এই ফিটনেস ক্যাম্পে থাকছেন না জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এখন দেশের বাইরে সাকিব, তাওহিদ হৃদয় ও শরিফুল ইসলাম। পুরো টুর্নামেন্ট খেলার ছুটি পাওয়ায় জাতীয় দলের স্কিল ক্যাম্পেও তাদের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির কারণে শুরুতে পাওয়া যাবে না লিটন, আফিফ হোসেনকেও। আগামী ৬ আগস্ট এই টুর্নামেন্ট শেষ করে তারা যোগ দেবেন স্কিল ক্যাম্পে। জিম আফ্রো টি-টেন লিগ শেষ হয়ে গেলেও সরাসরি স্কিল ক্যাম্পেই যোগ দেওয়ার কথা মুশফিক, তাসকিনের। ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটানো ক্রিকেটাররা খেলার মধ্যেই থাকায় তাদের জন্য ফিটনেস ক্যাম্প করা জরুরি নয় বলে মনে করেন মিনহাজুল আবেদীন, ‘যারা এখন দেশে আছে, ওরাই আসবে ফিটনেস ক্যাম্পে। যারা ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গেছে, তারা তো খেলার মধ্যেই আছে। সেখান থেকে এসেই ক্যাম্পে যোগ দেবে।’
কোচিং প্যানেলের সবাইকেও ক্যাম্পের শুরু থেকে পাওয়া যাবে না। ফিটনেস ক্যাম্পে থাকছেন ট্রেনার নিক লি। ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, অন্যান্য স্কিল কোচরা ধাপে ধাপে ক্যাম্প শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন, ‘আমাদের কোচিং প্যানেলে স্কিল কোচ যারা আছেন, চান্দিকা হাথুরুসিংহেসহ তারা সবাই ৮ তারিখের মধ্যে চলে আসবেন। অর্থাৎ স্কিল ক্যাম্পের শুরু থেকেই তারা থাকবেন। আগে যেহেতু ফিটনেস ক্যাম্প, তাই শুরু থেকেই পাওয়া যাবে ফিটনেস কোচদের।’

ফিটনেস ক্যাম্পে কেউ খারাপ করলেই দলে বিবেচিত হবেন না, এমনটা নয়। ফিটনেস পরীক্ষায় একটা মান দেখা হবে। তারপর স্কিল, দলের কৌশল ও নির্দিষ্ট খেলোয়াড়ের কার্যকারিতার ভিত্তিতে স্কোয়াড বানাবেন নির্বাচকরা। প্রধান নির্বাচক জানান, স্কোয়াড তৈরিতে বরাবরের মতই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, দলের প্রধান কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে। ইংল্যান্ডে ইনজেকশন নিয়ে গতকাল রাতেই দেশের পথে রওনা হয়েছেন ওয়ানডে দলনেতা তামিম ইকবাল। আপাতত এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। ৬-৭ আগস্ট নাগাদ তিনি শুরু করবেন মাঠে ফেরার প্রক্রিয়া। হালকা ট্রেনিং দিয়ে শুরুর পর ধীরে ধীরে বাড়বে তার অনুশীলনে তীব্রতার মাত্রা।

এশিয়া কাপের এবারের আসর শুরু ৩০ আগস্ট। টুর্নামেন্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!

খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’

‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল

রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪

রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪

স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস

স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা

‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!

‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু

ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী

ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী

ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি

ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি

না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’

না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’

আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা

আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার