জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ
১০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ। লক্ষ্যপূরণে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে চায় সাকিব আল হাসানের দল। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো নয়।
তারপরও ইংলিশদের বিপক্ষে ভালো করার আশা ছাড়তে নারাজ টাইগাররা। এর দু’টি কারণ আছে। প্রথমটি হলো-বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় এবং দ্বিতীয়টি হচ্ছে- ধর্মশালার মন্থর উইকেট। এই উইকেটে ইংল্যান্ডের অতীত রেকর্ড তেমন ভালো না। যা বাংলাদেশ দলকে অনেক বেশি আশাবাদী করছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের মতো উইকেট পেয়ে বল হাতে আলো ছড়িয়ে ৬ উইকেট ভাগাভাগি করে নেন বাংলাদেশের দুই স্পিনার অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। বড় ব্যবধানে আফগানদের হারিয়ে এখন উজ্জীবিত টিম টাইগার। অন্যদিকে মন্থর ও নিচু উইকেটে হতাশাজনক অতীত রেকর্ডের পাশপাশি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের কারণে কিছুটা হলেও চাপে আছে ইংলিশরা। এ দু’টি কারণে বাংলাদেশের জয়ের আশা আরও বাড়িয়ে দিয়েছে। তাই তো ম্যাচের আগে গতকাল বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলবো। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যে পরিকল্পনায় ম্যাচ জিতেছি, সেভাবেই খেলতে চাই আমরা। আমাদের একমাত্র লক্ষ্য জয় পেয়ে এগিয়ে যাওয়া। আমরা বিশ্বকাপে জয়ের ধারায় থাকতে চাই।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সাহসিকতাই বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড বলে উল্লেখ করেন হেরাথ। তিনি যোগ করেন, ‘আমাদের জন্য নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই রকম মানসিকতার সঙ্গে শারিরিক ভাষাটাও বেশ দরকার। সুতরাং আমাদের একই রকম দৃষ্টিভঙ্গি ও মানসিকতা নিয়ে খেলতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যদি নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, তাহলে জয়ের শতভাগ সুযোগ থাকবে।’
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও, একই ব্যবধাানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে টাইগাররা। বিপরীতে ইংল্যান্ডের জয় ১৯টি। কিন্তু বিশ্বকাপে দুই দলের জয় ও হারের রেকর্ড সমান ২-২।
এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় বাংলাদেশ-ইংল্যান্ড। ওই ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারাতে ঘাম ঝড়াতে হয়েছিল ইংলিশদের। এরপর ২০১১ এবং ২০১৫ আসরের দেখায় ইংল্যান্ডকে যথাক্রমে ২ উইকেট এবং ১৫ রানে হারিয়েছিল টাইগাররা। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর নিজেদের ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনে ইংল্যান্ড। তারা শুরু করে আক্রমণাত্মক ক্রিকেট খেলা। যার পুরস্কার ইংলিশরা পেয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে।
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে সেঞ্চুরি করেও দলের হার এড়াতে পারেননি টাইগারদের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। ২০১৫ বিশ্বকাপের পর থেকে উইকেট ও কন্ডিশনকে বিবেচনায় না এনে ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য নির্ধারণ করলেও এই খেলা কোনো কোনো সময় হিতে-বিপরীত হয়। তবে তা থেকে সরে আসেনি ইংলিশরা। আক্রমণাত্মক ক্রিকেটের জন্য মন্থর উইকেট সহায়ক না হলেও ইংল্যান্ড এমন পরিকল্পনা অব্যাহত রাখলে তা বাংলাদেশকে এগিয়েই রাখবে। ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার কাল বলেন, ‘বিশ্বকাপে মাত্র একটি করে ম্যাচ খেলেছে দু’দল। এজন্য দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি আগের ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো এবং আমরা আগামীকাল (আজ) ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছি।’
ধর্মশালার উইকেট মন্থর থাকায় এবং স্পিনের বিপক্ষে ইংল্যান্ডের দুর্বলতার কারণে অগের ম্যাচে জয় পাওয়া একাদশে পরিবর্তন এনে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে খেলাতে পারে টিম বাংলাদেশ। সেটা হলে একাদশ থেকে বাদ পড়তে পারেন ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেয়া অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপের প্রথমটির মতো দ্বিতীয় ম্যাচও মিস করতে যাচ্ছেন অলরাউন্ডার বেন স্টোকস। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠার জন্য পূর্ণ বিশ্রাম প্রয়োজন তার। তাই স্টোকসকে সেরা একাদশে এখনই রাখছেনা টিম ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে- শাকিল উজ্জামান
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
বাগেরহাটে শীতবস্ত্র ও শিক্ষা বৃত্তি প্রদান
মির্জাপুরে দিনব্যাপী কবি সমাবেশ ও গুণীজন সংবর্ধনা
লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের সভাপতি ইব্রাহিম, সম্পাদক জহির
কোহলিকে নিষিদ্ধ করা উচিত: হার্মিসন
শেরপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চাঁদপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
ছাত্রের মৃত্যু ঘিরে চীনে সহিংস বিক্ষোভ
বাংলাদেশ ও জাইকা’র মধ্যে রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষর
বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত