ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় প্রতিরোধহীন হার বাংলাদেশের

Daily Inqilab জাহেদ খোকন

১১ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের দেখা পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হলেও দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। কিউইদের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। তবে পরের ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিলো তারা। গতকাল ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড ১৩৭ রানে হারায় বাংলাদেশকে। আগে ব্যাট করে ওপেনার দাউদ মালানের অনবদ্য সেঞ্চুরি এবং আরেক ওপেনার জনি বেয়ারস্টো ও জো রুটের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

ম্যাচের একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ’ পার করবে ইংল্যান্ড। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের চারশ’ করতে দেয়নি টাইগাররা। ইনিংসের ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৮ রান ছিল ইংল্যান্ডের। তবে এরপর বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরের ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পেরেছে মোটে ৬৬ রান।

ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে কোনো চমক নয়। দুই প্রান্ত দিয়ে পেস আক্রমণই শুরু করেন সাকিব। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান। তবে পঞ্চম ওভার এসে হাত খুলে খেলা শুরু করেন মালান। টানা দুই বলে মুস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়িয়ে নেন তিনি। মুস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা ও চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করেন আরেক ওপেনার বেয়ারস্টো। ফলে ৪৯ বলেই এই জুটি ৫০ রান পূর্ণ করে। আর তাদের ১০০ ছুঁতে লাগে ৯৩ বল। ৩৯ বলে হাফসেঞ্চুরি করেন মালান। ৫০ রান করতে তিনি ৭টি চার ও দুই ছক্কার মার মারেন। তবে মালানের তুলনায় বেয়ারস্টো ছিলেন কিছুটা ধীরগতির। ৮ চারের মারে তার পঞ্চাশ ছুঁতে লাগে ৫৪ বল। কিছুতেই যখন কিছু হচ্ছিল না। তখন ইনিংসের ১৮তম ওভারে ইংল্যান্ডের উদ্বোধনী জুটিটি ভাঙেন সাকিব। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। ১৭.৫ ওভারে ১১৫ রান আসে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি থেকে।

তবে দ্বিতীয় উইকেটে আরো বড় জুটি গড়ে ফেলে ইংলিশরা। ১১৭ বলেই ১৫১ রান তুলেন জা রুট ও মালান। মূলত তাদের এই জুটিই বড় সংগ্রহের পথ দেখায় ইংল্যান্ডকে। ১২ চার ও দুই ছয়ের মারে ৯১ বলে সেঞ্চুরি করেন মালান। অবশেষে মালানকে বোল্ড করে এই জুটি ভাঙেন শেখ মেহেদি হাসান। ১০৭ বলে ১৬ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে ১৪০ রান করে আউট হন মালান। তার ক্যারিয়ারে এমন দিন আর আসেনি। বাংলাদেশকে বাগে পেয়ে নিজের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংসটাই খেলে ফেললেন বাঁহাতি এই ওপেনার। এর আগে তার সেরা ইনিংস ছিল ১৩৪ রানের। মালান আউট হওয়ার সময় ৩৭.২ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৬৬ রান। এরপর ৩৯তম ওভারে শরিফুল ইসলাম বোল্ড করেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে। দলীয় ২৯৬ রানে ইনসাইডেজ হয়ে স্টাম্প হারানোর আগে ১০ বলে ২০ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান বাটলার।

নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেন শরিফুল। পরপর দুই বলে তিনি ড্রেসিংরুমে ফেরত পাঠান জো রুট আর লিয়াম লিভিংস্টোনকে। ৪২তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩০৭ রানে রুট সজোরে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে। বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিম সহজেই গ্লাভসবন্দী করেন সেই ক্যাচ। ৬৮ বলে ৮২ রানের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান ইংলিশ এই তারকা ব্যাটার। পরের বলেই শূন্য রানে বোল্ড হন লিভিংস্টোন। ৪২তম ওভারের শেষ দুই বলে ২ উইকেট। শরিফুল ইসলামের সুযোগ ছিল নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিক করার। কিন্তু তা আর হয়নি। আরও একবার টানা দুই বলে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাঁহাতি এই পেসারকে। ৪৪তম ওভারের প্রথম বলটি স্লোায়ার করেছিলেন শরিফুল, স্যাম কারান লেগ সাইডে ঠেলে দিয়েই তুলে নেন ২ রান। এরপর হ্যারি ব্রুক (১৫ বলে ২০), স্যাম কারান (১৫ বলে ১১), আদিল রশিদকে (৭ বলে ১১) থামান শেখ মেহেদি। তাসকিন আউট করেন ক্রিস ওকসকে (১১ বলে ১৪)। বাংলাদেশের শেখ মেহেদি আট ওভার বল করে ৭১ রান দিয়ে পান ৪টি উইকেট। দশ ওভার বল করে ৭৫ রানে ৩ উইকেট তুলে নেন শরিফুল। তাসকিন ও সাকিব যথাক্রমে ৩৮ এবং ৫২ রানে নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ ওপেনার লিটন কুমার দাস। দীর্ঘদিন পর তার ব্যাট কথা বলে। ধারাবাহিক ব্যর্থতার পর ইংলিশদের বিপক্ষে লিটন পান কাঙ্খিত হাফসেঞ্চুরির দেখা। ৩৬৫ রানের বিশাল লক্ষ্য। বাংলাদেশের হারটা ছিল প্রায় অবধারিত। অতিমানবীয় কিছু না ঘটলে যে ইংল্যান্ডই জিতবে ম্যাচ-এটা সবারই জানা ছিল। সে ক্ষেত্রে ব্যাটিংয়ে কতদূর যেতে পারে টাইগাররা, সেটাই ছিল দেখার। জিততে না পারলেও বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিলেন দেশের কোটি ক্রিকেটভক্ত। কিন্তু ওপেনার লিটন দাস, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় ছাড়া আর কারো ব্যাটই কথা বলতে পারেনি ইংল্যান্ডের বিশ্বসেরা বোলিংয়ের বিপক্ষে। যার ফলে শেষ পর্যন্ত বড় হারের দেখা পেতে হয় টাইগারদের।

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই হ্যাটট্রিক বাউন্ডারিতে রানের খাতা খোলেন লিটন দাস। তবে পুরোপুরি ব্যর্থ হন আরেক ওপেনার তানজিদ তামিম। তরুণ এই ওপেনার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। দ্বিতীয় ওভারে রেইস টপলির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন তানজিদ তামিম। ফেরার আগে করেন ২ বলে মাত্র ১ রান। পরের বলেই ফিরেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ চার ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা শান্ত এদিন গালিতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।

শুরুতেই দুই উইকেট হারানোর পর খেলতে আসেন সাকিব। লম্বা পথ পাড়ি দিতে সাকিবের কাঁধে তখন অনেক দায়িক্ব। তবে ধর্মশালায় ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়কও। ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ব্যাক অফ ল্যান্থ ডেলিভারি ছিল টপলির। সেখানে লাইন মিস করে বোল্ড হন সাকিব (১)। টাইগার কাপ্তানের পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজ। ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৮ রান। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান লিটন-মুশফিক। ৭৫ বলে ৭২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপরে ক্রিস ওকসের অফ কাটারের ফাঁদে পড়ে আউট হন লিটন। তিনি ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লে হতাশ হন বাংলাদেশের সমর্থকরা। তবে তখনও জয়ের কিছুটা আশা ছিল। কিন্তু দলীয় ১৬৪ রানে মুশফিকুর রহিম আউট হলে সেই আশা ক্ষীণ হয়ে আসতে থাকে। বাংলাদেশের উইকেটরক্ষক ফিরেছেন টপলির বলেই। ডিপ থার্ডে থাকা আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৪ বলে ৫১ রান করেন মুশফিক। এরপর তাওহীদ হৃদয় (৬১ বলে ৩৯ রান) ও শেখ মেহেদি (৩২ বলে ১৪ রান) আউট হলে জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ দিকে তাসকিন (২৫ বলে ১৫ রান), শরিফুল (১৪ বলে ১২ রান) এবং মুস্তাফিজ (৯ বলে অপরাজিত ৩ রান) প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি। বাংলাদেশের ইনিংস থামে ২২৭ রানে।

ইংল্যন্ডের টপলি ৪৩ রানে ৪ এবং ওকস ৪৯ রানে ২ উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন ডেভিড মালান।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা