এক কোহলিতেই বিধ্বস্ত বাংলাদেশ
২০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটি ছন্দে ফিরলেও তেমন সাফল্য পায়নি বাংলাদেশ। টানা চার জয়ে টুর্নামেন্টে যেন উড়ছে স্বাগতিক ভারত। গতকাল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো ভারতীয়রা। আগে ব্যাট করে দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া হাফসেঞ্চুরি এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে বিরাট কোহলির বিধ্বংসী সেঞ্চুরি, ওপেনার শুভমান গিলের হাফসেঞ্চুরি ও অধিনায়ক রোহিত শর্মার মারমূখি ব্যাটিংয়ে ৪১.৩ ওভারে ৩ উইকেটে ২৬১ রান তুলে বড় জয় নিশ্চিত করে ভারত।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না একাদশে। তার জায়গায় দলের নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৬৩ রান তুলে ফেলেন তারা। ১০ম ওভারে শার্দুল ঠাকুরকে টানা দুই ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন তানজিদ তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন এই তামিম। দারুণ সম্ভাবনাময়ী ব্যাটার। কিন্তু জাতীয় দলে জায়গায় পাওয়ার পর থেকে কেন যেন নিজেকে মেলে ধরতে পারছিলেন না। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকেই শূন্য রানে আউট হয়েছিলেন। এরপর আরও ৭ ম্যাচে সুযোগ দেয়া হয় জুনিয়র তামিমকে। কিন্তু খোলস ছেড়ে কিছুতেই বের হতে পারছিলেন না তিনি। সর্বোচ্চ রান ১৬। এমন পরিস্থিতিতে তানজিদ তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে প্রমোশন দিয়ে ওপেনার হিসেবে খেলানোর দাবিও উঠেছিল জোরালোভাবে।
কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তার ওপরই আস্থা রাখছিল। শেষ পর্যন্ত সেই আস্থার প্রতিদান দিলেন তানজিদ তামিম। পুনেতে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন তিনি। ভারতের বিশ্বমানের তুলোধুনো করে ৪১ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন এই তরুণ। ফিফটির পথে মারেন ৫টি চার ও ৩ ছক্কার মার। তবে ঝড়ো হাফসেঞ্চুরির পর কুলদিপ যাদবের এলবিডবিøউর শিকার হয়ে ফিরতে হয় তাকে। ১৪.৪ ওভারে দলীয় ৯৩ রানে ফেরার আগে ৪৩ বলে করেন ৫১ রান তানজিদ তামিম। এরপর ক্রিজে এসে ঠিক অধিনায়কের দায়িত্বটা পালন করতে পারেননি শান্ত। ১৭ বলে ৮ রান তুলে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে এলবিডবিøউর ফাঁদে পড়ে ফেরেন তিনি। ২০তম ওভারের শেষ বলে শান্ত আউট হওয়ার সময় বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ১১০ রান। প্রমোশন পেয়ে চারে ব্যাট করতে আসা মেহেদী হাসান মিরাজও ব্যর্থ। ১৩ বলে মাত্র ৩ রান করে মোহাম্মদ সিরাজের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে বসেন। ঝাঁপিয়ে পড়ে তার ক্যাচটি দুর্দান্তভাবে লুফে নেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। ১২৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ফিফটি করে ড্রেসিংরুমে ফেরেন। জাদেজাকে লংঅফে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন লিটন।
৮২ বলে ৭ বাউন্ডারিতে করেন ৬৬ রান। ২৭.৪ ওভারে ১৩৭ রান তুলতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৮ বলে ৪২ রানের জুটি গড়েন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। যদিও এই জুটিতে মূল অবদান মুশফিকেরই। হৃদয় ভীষণ ধীরগতিতে ব্যাটিং করেছেন। মন্থর ব্যাটিং করে যখন সেট হলেন, তখনই উইকেট বিলিয়ে দেন হৃদয়। ৩৫ বলে ১৬ রান করে শার্দুল ঠাকুরের শিকার হন ডানহাতি এই ব্যাটার। হৃদয় আউট হওয়ার পর মাহমুদউল্লাহ যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৭৯ রান। সেখান থেকে দেখেশুনেই এগোলেন মাহমুদউল্লাহ।
শেষ দিকে তো ব্যাট হাতে ঝড়ই তুললেন। তাকে দারুণভাবে সঙ্গ দিলেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ-মুশফিকের বোঝাপড়ায় বাংলাদেশের সংগ্রহ যখন দুইশ’র ঘর পেরোয় ঠিক তখনি বিচ্ছিন্ন হন মুশফিক। ৪২.৩ ওভারে দলীয় ২০১ রানে মুশফিকুর রহিম ফেরেন জাদেজার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে। বুমরাহর বলে ঝাঁপিয়ে পড়ে বাজপাখির মতো বাংলাদেশ উইকেটরক্ষকের ক্যাচ লুফে নেন জাদেজা। আউট হওয়ার আগে মুশফিক ৪৬ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। তার ইনিংসে ছিল একটি করে চার ও ছয়ের মার। ৪৬.৫ ওভারে দলীয় ২৩৩ রানে আউট হন নাসুম আহমেদ। তিনি ১৮ বলে ২ চারের মারে ১৪ করে সিরাজের বলে উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে ধরা পড়েন। শেষ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৪৮ রানে হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে আউট হন মাহমুদউল্লাহ। তাকে বোল্ড করে ফেরান বুমরাহ। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহ ৩৬ বলে করেন ৪৬ রান। তার ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কার মার। এরপর ইনিংসের শেষ বলে বুমরাহ ছক্কা মেরে দলের রান আড়াইশ’ পাড় করেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৩ বলে এক ছক্কায় ৭ রানে অপরাজিত থাকেন তিনি। মুস্তাফিজুর রহমান ৭ বলে অপরাজিত ১ রান করেন। ভারতের জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৪১, ৬০ এবং ৩৮ রানে পান ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই মারমূখি ছিলেন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিকে চ্যালেঞ্জ জানাতে পারেননি বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ভারত তাদের উদ্বোধনী জুটিতে তোলে ৮৮ রান। অবশেষে শুভমান গিল-রোহিত শর্মার ভয়ংকর হয়ে উঠা জুটি ভাঙেন হাসান মাহমুদ। ১২.৪ ওভারে হাসানকে ডিপ স্কয়ার লেগে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন রোহিত। মাত্র ২ রানের জন্য হাফসেঞ্চুরি পূর্ণ করতে পারেননি তিনি। ৪০ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৪৮ রান। তবে অপর ওপেনার গিল ঠিকই ফিফটি ছুঁয়েছেন। যদিও ফিফটির পরপরই গিলকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ১৯.২ ওভারে দলীয় ১৩২ রানে গিল আকাশে বল তুলে দিলে ডিপ মিডউইকেট বাউন্ডারিতে মাহমুদউল্লাহ লুফে নেন দারুণ এক ক্যাচ। আউট হওয়ার আগে ৫৫ বলে ৫৩ রানের করেন গিল। তার ইনিংসে ছিল ৫টি চার আর ২টি ছক্কার মার। গিল আউট হলে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে কোহলি চালান ব্যাটিং তাÐব।
তবে শ্রেয়াস সেট হয়ে আউট হন। ২৯.১ ওভারে মিরাজের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দেওয়ার আগে শ্রেয়াস করেন ২৫ বলে দুই বাউন্ডারিতে ১৯ রান। ১৭৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর বিরাট কোহলির সেঞ্চুরিতে সহজ জয় তুলে নেয় ভারত। কোহলি যখন ৯৭ রানে অপরাজিত, ভারতের জয়ের জন্য তখন দরকার মাত্র ২ রান। ম্যাচ তো ভারতের পক্ষে গেছে অনেক আগেই। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। কোহলি কি পারবেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম সেঞ্চুরি করতে? হ্যা, পারলেন তিনি। তাও আবার ছক্কা হাঁকিয়ে। শেষ পর্যন্ত ৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন কোহলি। ৩৪ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় হার না মানা ৩৪ রান করেন কেএল রাহুল। ম্যাচসেরার পুরস্কার পান কোহলি। এই ম্যাচে সেঞ্চুরি পেয়ে অনন্য এক কীর্তির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। আর মাত্র একটি সেঞ্চুরি পেলে কোহলি ছুঁয়ে ফেলবেন ভারতের লিটল মাস্টার খ্যাত সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি করে সবার শীর্ষে আছেন টেন্ডুলকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা।
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত