শ্রীলঙ্কাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Daily Inqilab জাহেদ খোকন

০৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় লঙ্কানদের। আগে ব্যাট করে চারিথ আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দারুণ হাফসেঞ্চুরিতে ৪১.১ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে বহুল কাঙ্খিত জয় তুলে নেয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার ইনিংসে বাংলাদেশ উইকেটরক্ষক মুশফিকুর রহিমের দুরন্ত ক্যাচ লুফে নেয়া, লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড আউটের পরও চারিথ আশালঙ্কার দারুণ শতক। আর বাংলাদেশ ইনিংসে শান্ত-সাকিবের ১৪৯ বলে ১৬৯ রানের জুটি। সেঞ্চুরির আগেই এই দু’জনের ম্যাথিউজের শিকার হওয়া। সবকিছু মিলিয়ে উত্তেজনার পারদ চরমে পৌঁছানো এমন ঘটনাবহুল ম্যাচে নিজেদের ঠিকই প্রমাণ করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হওয়া দলটিই বাংলাদেশের বিপক্ষে তিনশ’র কাছাকাছি রান পেয়েছে! ভারত ম্যাচে শ্রীলঙ্কার যে ব্যাটার ২৪ বল খেলে মাত্র ১ রান তুলেছিলেন সেই চারিথ আশালঙ্কাই জ্বলে উঠলেন সাকিবদের বিপক্ষে!
অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে টানা ছয় ম্যাচে ধারাবাহিক ব্যর্থতার পর বল হাতে যেমন জ্বলে উঠেছিলেন বাংলাদেশের বোলাররা, ঠিক তেমনি ব্যাট হাতে শান্ত-সাকিব-মাহমুদউল্লাহরা ছিলেন উজ্জ্বল। যে কারণে শ্রীলঙ্কাকে তিনশ’র আগেই আটকানোর পর টাইগাররা পেয়েছে মান বাঁচানো এক জয়। আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাই প্রায় শেষ হতে বসেছিল। বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকতে পারলেই কেবল ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে টাইগাররা। লক্ষ্যপূরণে বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জয় পেতেই হবে বাংলাদেশকে। এরপরও অনেক ‘যদি’ ‘কিন্তু’র অবকাশ থাকবে। তবুও প্রথমে তো নিজেদের কাজটি করে দেখাতে হবে! সে কাজটিই কাল করে দেখালো টিম বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আট খেলায় দুই জয় ও ছয় হারে ৪ পয়েন্ট পেয়ে তালিকায় সপ্তম স্থানে উঠলেন সাকিবরা। সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে টাইগাররা।
টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কুশল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারে দলীয় ৫ রানে পেসার শরিফুলের বলে উইকেটরক্ষক মুশফিককে ক্যাচ দেন কুশল। ফেরার আগে ৫ বলে এক বাউন্ডারিতে করেন মাত্র ৪ রান। কুশল পেরেরা আউট হওয়ার পর অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু ৩০ বল খেলে একটি করে চার ও ছয়ের মারে ১৯ রান করে আউট হয়ে যান মেন্ডিস। তাকে ফেরান সাকিব। ১১.৩ ওভারে দলীয় ৬৬ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। কুশল মেন্ডিস আউট হলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে শ্রীলঙ্কার রান বাংলাদেশের ধরা-ছোঁয়ার বাইরে নেয়ার চেষ্টা করেন চারিথ আশালঙ্কা। কিন্তু ২৫তম ওভারের দ্বিতীয় বলে সামারাবিক্রমা আউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে। তার উইকেটটি নেন সাকিব। ফেরার আগে সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৪ চারের মারে করেন ৪১ রান। ওই ওভারেই অ্যাঞ্জেলো ম্যাথিউজ টাইমড আউট হয়ে যান। তবে চারিথ আশালঙ্কা ১০৫ বলে ১০৮ রান করে তানজিম সাকিবের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট হন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৫টি ছক্কার মার। ৩৬ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৩৪ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩১ বলে ৩ চারে ২১ রান করেন মহেশ থিকসানা। আর দুষ্মন্তে চামিরা আউট হন ৪ রান করে।
বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৮০ রানে পান ৩টি উইকেট। শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান যথাক্রমে ৫১ ও ৫৭ রানে নেন ২টি করে উইকেট।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে সাকিব ও শান্তর ১৬৯ রানের বিশাল জুটিই বাংলাদেশকে জয়ের ভিত এনে দেয়। তবে মাত্র ৪১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টাইগাররা। সেখান থেকে টুর্নামেন্টজুড়ে রানের জন্য ভুগতে থাকা সাকিব-শান্ত মিলে স্বস্তির ইনিংসই খেলেন! ব্যাটিংয়ে প্রথম ওভারটা দেখেশুনেই খেলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। শেষ দুই বলে তানজিদ দু’টি চার মারেন। দ্বিতীয় ওভারে এক চারের সঙ্গে আসে তিনটি সিঙ্গেল রান। ভালোই আগাচ্ছিল ইনিংস, এর মাঝেই পরের ওভারের প্রথম বলে দিলশান মাদুশঙ্কাকে মারতে গিয়ে ওপরে ক্যাচ তুলে দেন তামিম। টানা ব্যাট হাতে ব্যর্থ তামিম কালও ফেরেন ৫ বলে ৯ রান করে। এরপর অল্প সময়ের ব্যবধানে ফেরেন লিটন দাসও। ৬ রানের মাথায় তিনি জীবন পেয়েছিলেন। পরে কাসুন রাজিথার ওপর চড়াও হয়ে পরপর দুই বলে ২টি ছক্কা মারার পরই পায়ে টান পড়ে তার। বেশ খানিকটা সময় নিয়ে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হয়ে মাদুশঙ্কার এক ইয়র্কারে এলবডব্লিউ হন লিটন। ড্রেসিংরুমে ফেরার আগে তিনি ২৩ বলে ২২ রান করেন।

দুই ওপেনার ৪১ রানে ফিরলেও দলকে টেনে নেন শান্ত ও সাকিব। এই জুুটি শেষ পর্যন্ত ১৬৯ গিয়ে ঠেকে। দারুণ বোঝাপড়ায় শান্ত-সাকিব সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। ৩২তম ওভারে ম্যাথিউজের থেমে আসা বলে লিডিং-এজে মিড অফে আশালঙ্কার হাতে ধরা পড়েন সাকিব। ১২ চার ও ২ ছক্কায় ৬৫ বলে ৮২ রানে থামের টাইগার অধিনায়ক। ব্যাক্তিগত ৮২ রানের মাথায় সাকিবকে ফেরানোর পর ৯০ রানের মাথায় সেই ম্যাথিউজেরই শিকার হলেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হন শান্ত। ১২ চারে ১০১ বলে তিনি খেলেন ৯০ রানের ইনিংস। তার বিদায়ে স্বস্তি উবে যায় বাংলাদেশের। পরপর উইকেট দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ১০ ও রিয়াদ করেন ২২ রান। শেষদিকে নাটকীয়তা তৈরি হতে পারত আরও। তাওহীয় হৃদয় ক্রিজে আসতেই তাকে স্লেজিং করতে থাকেন আশালঙ্কা। যার জবাব তিনি পরপর দুই ওভারে লং-অন ও মিড-অনে দু’টি ছয় হাঁকিয়ে দেন। তার ৭ বলে ১৫ রানের ইনিংস বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
লঙ্কানদের হয়ে ৬৯ রানে ৩ উইকেট নেন পেসার দিলশান মাদুশঙ্কা। ম্যাথিউজ ৩৫ ও মাহেশ থিকশানা ৪৪ রান খরচায় পান ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ

মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ

লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক

লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক

মাস্তুল ফাউন্ডেশন বিতরণ করলো  ১ লক্ষ কেজি চাল

মাস্তুল ফাউন্ডেশন বিতরণ করলো ১ লক্ষ কেজি চাল

লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা

লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা

সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নি‌য়ে বাংলা‌দেশের উদ্বেগ প্রকাশ

সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নি‌য়ে বাংলা‌দেশের উদ্বেগ প্রকাশ

উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস

উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস

২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা

কুষ্টিয়ায়  স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির  ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস

শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস