ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

নিউজিল্যান্ডে এবার টি-টোয়েন্টি জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:০২ এএম

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ প্রথমবার টেস্ট জিতেছিল গত বছর। এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতে কিউইদের মাঠে তাদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে ম্যাচও জিতেছে টাইগাররা। দেশটির বিপক্ষে টি-টোয়েন্টিতে এতদিন জয়হীন ছিল টিম বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপও ঘুচলো। এবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল বাংলাদেশ। গতকাল নেপিয়ারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিউইদের ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লেন নাজমুল হোসেন শান্তরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করে ৮ বল হাতে রেখেই দাপুটে জয়ের দেখা পায় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম টাইগার।

টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। মাত্র ২০ রানে তারা হারায় সেরা চার ব্যাটারকে। নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানে বাংলাদেশ। চতুর্থ বলে টিম সেইফার্টকে ড্রেসিংরুমের পথ দেখান শেখ মেহেদি। অফ স্টাম্পের ওপর খানিকটা খাটো লেন্থে সোজা বল করেছিলেন এই অফ স্পিনার। টার্নের আশায় খেলতে গিয়ে বলের লাইন মিস করেন সেইফার্ট। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে রীতিমতো আগুন ঝরান পেসার শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় বলটি লেন্থ ডেলিভারী ছিল এই বাঁহাতির। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে দ্বিতীয় সিøপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন ফিন অ্যালেন। পরের বলেও উইকেট পান শরিফুল। তার লেগ স্টাম্পের ওপর করা বল ভেতরের দিকে ঢোকার সময় ডিফেন্স করতে চেয়েছিলেন গ্লেন ফিলিপস। তবে খেলতে পারেননি, বল আঘাত হানে তার প্যাডে। কিন্তু বাংলাদেশের এলবিডাব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। তাতে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার।

গোল্ডেন ডাক খেয়ে ফিলিপস ফিরে গেলে ১.৩ ওভারে মাত্র ১ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এটা বাংলাদেশের বোলিং ইউনিটের অসাধারণ এক পারফরমেন্স! শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টায় ছিলেন ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে পারেননি মিচেলও। এই অভিজ্ঞ ব্যাটারকে ফেরান শেখ মেহেদি। পঞ্চম ওভারে বোল্ড হওয়ার আগে মিচেলের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৪ রান। ইনিংসের দশম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ হোসেন। আক্রমণে এসেই উইকেটের দেখা পান এই লেগ স্পিনার। রিশাদের ফুল লেন্থের বল উড়িয়ে মারতে গিয়ে ডিপ কভার পয়েন্টে সহজ ক্যাচ দেন চ্যাপম্যান। এরপর স্যান্টারকে সঙ্গে নিয়ে বড় জুটির পথে এগোচ্ছিলেন নিশাম। ইনিংসের ১৫তম ওভারে স্যান্টনারকে ফিরিয়ে ৪১ রানের জুটি ভাঙেন শরিফুল। অবশ্য সেখানে বড় অবদান সৌম্যের। মিড উইকেটে সামনের দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন তিনি। খালি চোখে আম্পায়ার বুঝতে পারেননি, আসলে কী ঘটেছে। এরপর থার্ড আম্পায়ার বেশ কয়েকবার দেখে আউটের সিদ্ধান্ত দেন। ৯১ রানে ৬ উইকেট হারানোর পরও কিউইদের আশার আলো হয়ে এক প্রান্তে জ্বলছিলেন নিশাম। ৪৮ রানে তাকে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান। তার ২৯ বলের ইনিংসে ছিল ৪ টি বাউন্ডারি ও ৩ ছক্কার মার। নিশাম ফেরার পর রানের গতি কমে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত দেড়শ’ থেকে ১৬ রান দূরে থাকতেই থামে নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের শরিফুল ইসলাম ২৬ রানে পান ৩টি উইকেট। শেখ মেহেদি হাসান এবং মুস্তাফিজুর রহমান যথাক্রমে ১৪ ও ১৫ রানে পান দু’টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এলোমেলো ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে দেন রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় ওভারে মিলনেকে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন এই ওপেনার। ড্রেসিংরুমে ফেরার আগে রনি ৭ বল খেলে এক ছক্কায় করেন ১০ রান। তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দেন নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেন তিনি। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১৪ বলে ৪ চারের মারে ১৯ রান করে মিড অফে সহজ ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন সৌম্য সরকার। ওয়ানডের ফর্মটাই যেন টি-টোয়েন্টিতে টেনে এনেছেন তিনি। দারুণ ছন্দে থাকা এই ব্যাটার ঝড়ো শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ইনিংসের নবম ওভারে বেন সিয়ার্সের বলে লাইন মিস করেন সৌম্য, বল আঘাত হানে সরাসরি স্টাম্পে। সৌম্যের ব্যাট থেকে আসে ১৫ বলে ২ চার ও এক ছয়ের মারে ২২ রান।

সৌম্য ফিরলে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে দেখে-শুনে ব্যাটিং করেন লিটন দাস। প্রয়োজনীয় রান রেট বজায় রেখে ব্যাটিং করছিলেন তারা। ক্রমশই ম্যাচ থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন নিউজিল্যান্ডকে। ১৪তম ওভারে হৃদয়কে ১৯ (১৮ বলে এক ছক্কায়) রানে ফিরিয়ে জুটি ভাঙেন স্যান্টনার। পরের ওভারেই ৬ বলে মাত্র ১ রান করে ফেরেন আফিফ হোসেন। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ পাকা হাতে সামাল দেন লিটন। শেখ মেহেদি তাকে যোগ্য সঙ্গ দেন। শেষ পর্যন্ত লিটন ৩৬ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। আর মেহেদির ব্যাট থেকে আসে অপরাজিত ১৯ (১৬ বলে একটি করে চার ও ছক্কা) রান। নিউজিল্যান্ডের জেমস নিশাম মাত্র এক ওভার বল করে ৭ রানে পান ১টি উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান বাংলাদেশের শেখ মেহেদি হাসান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান