তামিমের কাছে সাকিবের হার
২১ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে হেরেছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে বরিশাল ৫ উইকেটে হারায় রংপুরকে। লো স্কোরিং এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান করে রংপুর রাইডার্স। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে জয় পায় ফরচুন বরিশাল। বরিশালের তারকা খেলোয়াড় তামিম ব্যাট হাতে নিজের যোগ্যতা প্রমাণ করলে পাশাপাশি রংপুরের সাকিব বল হাতে ছিলেন উজ্জ্বল। ব্যাটিংয়ে তামিম নিজ দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে। আর বোলিং রংপুরের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব। এই দু’জনের কারণে সমর্থকদের আলাদা একটা আগ্রহ ছিল এ ম্যাচকে ঘিরে। লড়াইটা যেন পরিণত হয়েছিল তামিম বানাম সাকিবের। যে লড়াইয়ে জিতলেন তামিমই।
টস জিতে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর রাইডার্সের অধিনায়ক নূরুল হাসান সোহানকে। ব্যাট করতে নেমে বরিশালের দুই স্থানীয় বোলার পেসার খালেদ আহমেদ ও স্পিনার মেহেদি হাসান মিরাজের তোপে দিশেহারা হয়ে পড়েন রংপুরের ব্যাটাররা। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারায় রংপুর। দলীয় রানের খাতা খোলার আগেই পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরানের বলে গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে ড্রেসিংরুমের পথ ধরেন রংপুরের ওপেনার ব্রেন্ডন কিং। ১৫ রানের মাথায় ৩ উইকেট হারায় উত্তর অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবকে ২ ও রনি তালুকদারকে ৫ রানে ফেরান খালেদ। ৯ বলে ৬ রান করা আফগান ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান লঙ্কান বোলার দুনিথ ওয়াল্লালাগে। মাত্র ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে যেন ধুকতে থাকে রংপুর। শেষদিকে যদি শামীম হোসেন পাটোয়ারী ৩৩ বলে একটি করে চার ও ছক্কায় ৩৪ রান আর শেখ মেহেদী হাসান ১৯ বলে চার বাউন্ডারি ও এক ছয়ের মারে ২৯ রান না করতেন, তাহলে হয়তো ১১০ রানের আগেই রংপুরের ইনিংস শেষ হতো। অধিনায়ক নূরুল হাসান সোহান করেন ২৩ বলে ২৩ রান। তার ইনিংসে ছিল দুই ছক্কার মার। এই তিনজন ছাড়া রংপুর রাইডার্সের বাকি ব্যাটাররা দুই অংকের ঘরে নিজেদের সংগ্রহ নিতে পারেননি। বরিশালের পক্ষে খালেদ আহমেদ চার ওভার বল করে ৩১ রানে শিকার করেন ৪ উইকেট। আর তিন ওভারে ১৩ রান খরচায় মেহেদি হাসান মিরাজ নেন ২ উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ফরচুন বরিশালকেও খেলতে হয় শেষ ওভার পর্যন্ত। যদিও ম্যাচে কখনই এমন উত্তেজনা ছিল না যে, দু’দলই জিততে পারে। বরং বরিশালই সহজ জয়ের পথে ছিল পুরো সময় জুড়ে। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি ইব্রাহিম জাদরান (১৬ বলে ১২)। তবে অধিনায়ক তামিম ইকবাল রান পেয়েছেন। ২৪ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক। সৌম্য সরকার ২ বলে ১ রানেই ড্রেসিংরুমে ফেরেন। ওয়ান ডাউনে নেমে মেহেদি হাসান মিরাজ করেন ১৮ বলে একটি করে চার ও ছয়ের মারে ২০ রান। ধীরগতিতে খেলে দলকে অনেকটা এগিয়ে দিয়ে যান মুশফিকুর রহিম। ২৭ বলে দুই বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২৬ রান। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ আর শোয়েব মালিকের ১৫ বলে ২৫ রানের জুটিতে পাঁচ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মাহমুদউল্লাহ। তিনি ১১ বল খেলে দুই ছক্কায় অপরাজিত থাকেন ১৯ রানে। শোয়েব ১৮ বলে দুই চারের মারে ১৭ রানে অপরাজিত থাকেন। রংপুরের সাকিব আল হাসান চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। হাসান মুরাদও সমান ওভারে ১৭ খরচায় নেন ২ উইকেট। বরিশালের খালেদ আহমেদ ম্যাচসেরা নির্বাচিত হন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
সাইফের হামলাকারী বাংলাদেশি?