দুই উইকেটের ধোঁকা আর সমর্থক মোদী
০৮ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৩, ০৯:০৭ পিএম

বোর্ডার-গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ এগিয়ে রয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে আজ থেকে শুরু হতে যাওয়া আহমেদাবাদে শেষ টেস্টে জিততেই হবে রোহিত শর্মার দলকে। ইন্দোরে আগের ম্যাচে অতি স্পিন সহায়ক পিচ বানিয়ে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছিল ভারত। এ টেস্টের উইকেটও স্পিন সহায়ক হবে, এমনটিই জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত। কিন্তু কতটা, সেটা নিয়ে দ্বিধায় রাখতে দুটি উইকেট প্রস্তুত করে রেখেছে স্বাগতিক দল। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে আহমেদাবাদ টেস্ট ঘিরে বিশ্বময় চলছে আরেক উত্তেজনা। নিজের নামে তৈরি হওয়া ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আজ খেলা দেখতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস। সংবাদ মাধ্যমের দাবি মাঠের বিশ হাজার টিকেট বিক্রি হয়েছে, আর আশি হাজারের বেশি টিকেট সংগ্রহ করেছে ভারতের শাসক দল নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি।
সিরিজের প্রথম টেস্টে নাগপুরে উইকেটের কিছু অংশ অতিরিক্ত শুকনো রেখে আলোচনার জন্ম দিয়েছিল ভারত। পরের দুই ম্যাচে তেমন কিছু দেখা না গেলেও স্পিনের প্রতি সাহায্য আরও বাড়তে দেখা গেছে। ইন্দোরের উইকেট তো ম্যাচ রেফারির কাছ থেকে ৩টি ডিমেরিট পয়েন্টও পেয়েছে। ভারত তৃতীয় টেস্ট হেরে বসায় চতুর্থ টেস্ট নিয়ে আগ্রহ বাড়ছে। কারণ, এ টেস্টে জিততে না পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য শ্রীলঙ্কার হাতে তুলে দেবে ভারত।
তাই আহমেদাবাদে কোন উইকেটে খেলা হবে সেই ব্যাপারে অস্ট্রেলিয়াকে ধোকা দিতে মাঠের কিইউরেটররা পরশু দিনও সমানতালে দুটি উইকেটের সেবায় ব্যস্ত ছিলেন। অর্থাত যেকোন মূল্যে জয় চায় ভারতের। তবে দলটির কাপ্তান রোহিত সমস্যায় আছেন উইকেট কিপার পজিশন নিয়ে। এই সিরিজে অভিষিক্ত কেএস ভরত আস্থার প্রতিদান দিতে পারেন নি। ঋষভ পন্থ মারাত্মক দুর্ঘটনায় কেবিলিত হয়ে ক্রিকেটের বাহিরে আপাতত। ভারতীয় অধিনায়কের হাতে আরেজটি বিকল্প হচ্ছে ঈশান কিষাণ। রোহিত বলেন, ‘সত্যিই পন্থকে খুব মিস করছি। আমরা সবাই জানিএই ধরনের পিচে ও ব্যাট হাতে কী করতে পারে। ভরত প্রচুর সময় কাটিয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলে। তাই এই উইকেটে মাত্র তিনটে ম্যাচে ভরতের কিপিং দেখে ওকে বিচার করা মুশকিল। সবাইকে যথেষ্ট ম্যাচ খেলতে দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নিকটঅতীতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৯১ হাজার দর্শক মাঠে এসেছিল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দখলে ২০১৩ সালের অ্যাশেজে দেখতে এতো মানুষ সমবেত হয়েছিল। সংবাদ মাধ্যমের দাবি টেস্টে অস্ট্রেলিয়ার এই রেকর্ড নিজেদের করে নিতে চায় ভারত। তাই বিজিপির এতো কর্মী আজ মাঠে উপস্থিত থাকবে। যদিও দেশটির অনেক সংবাদ মাধ্যমের ধারণা রাহুল গান্ধীর গণসংযোগের উত্তরে বিজিপি যে যংযোগ চালাচ্ছে, সেটারই অংশ হিসেবে আজ মাঠে যাচ্ছেন মোদী।
বিভাগ : খেলাধুলা
আরও পড়ুন

দানব’ ব্ল্যাক হোলের সন্ধানে বিস্মিত বিজ্ঞানীরা গিলে নিতে পারে ৩,৩০০ কোটি সূর্যকে

স্বাধীনতার উপর আঘাত আসলে ব্যবস্থা নেয়া সরকারের দায়িত্ব : হানিফ

গণমাধ্যম স্বাধীন আছে, অপসাংবাদিকতা কেউ সমর্থন করে না : তথ্যমন্ত্রী

করাচিতে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু

মোদী হটাও, দেশ বাঁচাও’ ভারতজুড়ে ১১ ভাষায় পোস্টার, গ্রেফতার ৮

ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদপত্রের টুটি চেপে ধরেছে সরকার : ড. মঈন খান

মিরপুরে বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

যুদ্ধের ৪০০তম দিনে মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

জ্বালানি তেল বিক্রিতে রাশিয়ার নতুন রেকর্ড

১৩ দিন পর অবসরপ্রাপ্ত সেনাকে মুক্তি দিলো কেএনএফ

রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও এখন কমে এসেছে : বাণিজ্যমন্ত্রী

অধিকার নিশ্চিত করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিএনপি নেতা হত্যা

আন্দোলনের কোন বিকল্প নেই: মির্জা ফখরুল

ময়মনসিংহে জমিয়তে মুদার্রেসীনের উদ্দোগে মাদরাসা প্রধানদের ইফতারী আয়োজন

হালুয়াঘাটে ছিনতাইয়ের ২দিন পর সাড়ে ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৫

বেতাগীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পুতিনের অনুমোদন, পররাষ্ট্র নীতির হালনাগাদ করছে রাশিয়া

এখনও ভাল করে হাঁটতে পারেন না, জানালেন ইমরান খান