সাকিব-লিটনকে নিয়েই বাংলাদেশ
০১ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:০৯ পিএম
ওয়ানডে টি-টোয়েন্টিতে দাপুটে সিরিজ জয়ের পর এবার টেস্ট পরীক্ষার পালা। সে লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেক আলোচনা, গুঞ্জন থাকার পরও সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব ও লিটন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের এ দুই তারকাকে পাচ্ছে না কলকাতা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন চোটের কারণে ভারত সিরিজ না খেলা তামিম ইকবাল। তার সঙ্গী হয়েছেন সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে জাকিরের টেস্ট অভিষেক হয়েছিল। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিও করেন জাকির। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে চোট পাওয়ায় ছিটকে যান দল থেকে। এবার তাই জাকিরকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করতে হয়েছে। এই বাঁহাতি ওপেনারের চোটে কপাল খুলেছে সাদমান ইসলামের।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ২ ম্যাচে ৩ ইনিংস খেলে ৩৭৬ রান করেছেন তিনি, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, আরেকটি সেঞ্চুরি। ‘এ’ দলের হয়েও ভালো খেলেছেন ১৩ টেস্ট খেলা এই বাঁহাতি ওপেনার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাদমানের ছন্দে ফেরাটাকে দলের জন্য সুখবরই বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে ও ভালো করেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা এমন ক্রিকেটাররা রান করলে আমাদের কাজা সহজ হয়ে যায়। আশা করি, সে ভালো করবে।’
চোটের কারণে ভারত সিরিজের দলে ছিলেন না শরীফুল ও ইবাদত। দুজনই আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরেছেন। তাঁদের জন্য জায়গা ছাড়তে হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর ও নাসুমকে। এ ছাড়া ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট দল থেকেও বাদ পড়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান। ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেও কাউকে রাখা হয়নি। এ ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘আমরা টেস্টে সব সময় সোহানকেই (নুরুল হাসান) বিবেচনা করি। এবার ঘরের মাঠে খেলা, তাই সংখ্যাটা বড় করার প্রয়োজন হয়নি। এই জন্যই আমরা ১৪ জনের দল দিয়েছি। নিয়মিতরাও চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি