তাইজুলের বিষাক্ত স্পিনে ২১৪ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড
০৪ এপ্রিল ২০২৩, ০৫:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম

বাংলাদেশ সফরে এক মাত্র টেস্টে তাইজুলের বিষাক্ত স্পিনে ২১৪ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। মঙ্গলবার মিরপুরে প্রথম দিনে বল হাতে একাই ৫ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল। মিরপুরে এক মাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারী আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। এরপর আর এক ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও।
এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান। ব্যাক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।
চতুর্থ উইকেট জুটিতে ৭৪ রান তুলে নেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। তাদের জুটি আরও বড় হওয়ার আগে আঘাত হানে মিরাজ। ৯২ বলে ৬ চার ও ১ ছয়ে ঠিক ৫০ রানের ইনিংস খেলে মিরাজের বলে বোল্ড হন টেক্টর।
তার বিদায়ের পর আর এক রান যোগ হতেই বিদায় নেন পিটার মুর। তাইজুলের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন ১ রান করা মুর। ক্রিজে স্থায়ী হতে পারেননি ক্যাম্ফারও। ৭৩ বলে ৩৪ রান করে তিনি সাজঘরে ফেরেন তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ১২২-১২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় আইরিশরা।
চা বিরতির পর আইরিশ শিবিরে আঘাত হানেন এবাদত। আক্রমণাত্মক হয়ে ওঠা অ্যান্ডি ম্যাকব্রাইন অফ স্টাম্পের বাইরের শট বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মুমিনুল হকের হাতে। ৫৫ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রানে থামে তার ইনিংস। তাতে ১৫৯ রানে সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। অষ্টম উইকেটে মার্ক অ্যাডায়ারকে নিয়ে আবার জুটি গড়ে তোলেন টাকার।
তাদের জুটি অবশ্য ৩০ রানের বেশি হতে দেননি তাইজুল। টাইগার স্পিনারকে সুইপ শট খেলতে গিয়ে ক্রিজ থেকে পা কিছুটা বের করে নেন টাকার। সে সুযোগে স্টাম্প তুলে নেন লিটন। তাতে দলের শেষ ব্যাটারকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
এরপর আবার আক্রমণে এসে আইরিশদের শেষ ভরসা মার্ক অ্যাডায়ারকে ফিরিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল। ৫২ বলে ৫ চার ও এক ছক্কায় ৩২ রান করে এ ব্যাটার তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের ওভারে এসে মিরাজ বোল্ড করেন গ্রাহাম হিউমকে। তাতে ২১৪ রানেই থামে আইরিশদের ইনিংস।
বল হাতে একাই ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

৯০ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী নৌ রুটের ফেরি

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ-নির্যাতনের বিচারের দাবি

জিম্মি মুক্তি নিয়ে নেতানিয়াহুর বৈঠক, আলোচনা বাড়ানোর নির্দেশ

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৩১, বেশিরভাগই নারী-শিশু

শিবগঞ্জে প্রেমিক যুগল জনতার হাতে আটক

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন হাসিনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ট্রাম্পের! যা জানা গেলো

আমদানি কমলেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় বেনাপোল কাস্টমসে

নাটোরে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

টেসলার বাজারমূল্য হঠাৎ কমলো, বিশ্লেষকরা বলছেন নজিরবিহীন পতন

ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎপাত বাংলাদেশের দূতাবাস গুলোতে, এ দায় কার?

কলাপাড়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

যে কারণে ম্যাচ বয়কটের হুমকি রিয়াল কোচের

পাংশায় বৈদেশিক মুদ্রা সহ এক চোরাকারবারী গ্রেপ্তার

দ্রুত রায় কার্যকর চান আবরার ফাহাদের বাবা

‘আবরার ফাহাদ হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা’

পর্তুগালে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা

ঢাকা ছাড়ার আগে প্রধান উপদেষ্টাকে গুতেরেসের ফোন, যা বললেন

একদিন বন্ধের পরে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাউফলে পিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে