বিসিবির অপেক্ষা ৬ মাস, অথচ বাফুফে জানেই না!
০৫ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
নেপালের রাজধানী কাঠমান্ড থেকে গত বছরে সেপ্টেম্বরে সাফ শিরোপা জিতে ঘরে ফিরেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতে ইতিহাস গড়ার পর সাবিনা খাতুনদের স্মরণীয় আয়োজনে দেশে বরণ করে নেওয়া হয়েছিল। সাফ শিরোপা নিয়ে ঢাকায় ফেরার পর তাদেরকে ছাদখোলা বাসে চড়িয়ে বিমানবন্দর থেকে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে আসা হয়। ওইদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বেশ কিছু প্রতিষ্ঠান জাতীয় নারী দলের জন্য অর্থ পুরস্কার ঘোষণা দেয়।
তবে বিসিবির ঘোষিত পুরস্কারের টাকা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিসিবি বলছে, গত বছরের সেপ্টেম্বরে মেয়েরা সাফ শিরোপা জিতে ঘরে ফেরার পরের মাসেই তারা ঘোষিত পুরস্কারের চেক তৈরি করে রেখেছিল। কিন্তু বাফুফের দায়িত্বশীল কেউই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অন্যদিকে বাফুফের ভাষ্য, তারা জানে না যে বিসিবি চেক তৈরি করে রেখেছে! অথচ টাকার অভাবে মিয়ানমারে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্বে খেলতে যেতে পারেনি সাফজয়ী বাংলাদেশ নারী দল। আর্থিক সংকটের কারণে আগেই মিয়ানমার সফর বাতিল করেছে বাফুফে। মেয়েদের মিয়ানমার সফর বাতিলের ব্যাখ্যা দিতে গত সোমবার সংবাদ সম্মেলন করেন বাফুফের সভাপতি কাজী মো.সালাউদ্দিন। এখানেই উঠে আসে লম্বা সময় পেরিয়ে গেলেও সাফজয়ী মেয়েদের অর্থ পুরস্কার না পাওয়ার বিষয়টি। বাফুফের সভাপতি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক) টাকা দিয়েছে। সালাম (বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী) পে অর্ডারও রেডি আছে। তবে বিসিবির খবর আমি জানি না। অনেকে টিভি পর্দায় বলেছে... তাদের বলছি ২৪ তারিখ দল যাবে সেখানে টাকা দেন।’ আগামী ২৪ এপ্রিল এশিয়ান কাপের বাছাই খেলতে সিঙ্গাপুর যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। তার আগে সাফজয়ীদের পুরস্কারের টাকা প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের কাছে চেয়ে রাখলেন সালাউদ্দিন। তবে বিসিবির আশা, ঈদুল ফিতরের আগেই মেয়েদের কাছে পুরস্কারের টাকা পৌঁছে দিতে পারবে।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এখানেই নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকরা বলেন, বিসিবির পক্ষ থেকে নাকি পুরস্কারের অর্থ প্রদানে গড়িমসি করা হচ্ছে- এমন গুঞ্জন রয়েছে। এনিয়ে পাপন বলেন, ‘মিথ্যা কথা। ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো। সুজনের (সিইও) সঙ্গে কথা বলেন, বলতে পারবে। গত সেপ্টেম্বরে মেয়েরা দেশে ফেরার পর অক্টোবর মাসে চেক সই করা হয়েছে আমাদের, একদম নামে, নামে।’ বাফুফে বলছে, তাদের কাছে টাকা পাঠানো হয়নি। এই প্রশ্নে বিসিবি প্রাধানের স্পষ্ট বক্তব্য, ‘বাফুফেকে দেবো না তো। আমরা মেয়েদের হাতে টাকা তুলে দিতে চাই। কিন্তু ওরা নিতে আসে না। এই বিষয়ে ভালো বলতে পারবেন আমাদের সিইও। কদিন আগেও ওদের ফোন দেওয়া হয়েছে, ‘আসেন, নেন ভাই’। ওরা তো আসে না। এখন কী করবেন?’
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,‘আমাদের সভাপতির একটা অঙ্গীকার ছিল, ৫০ লাখ টাকা খেলোয়াড়দের দেওয়া হবে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে আমার। আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তুত ছিল। বাফুফে যোগাযোগ করেনি বলে মেয়েরা এখনও চেক পায়নি। তবে আমাদের ইচ্ছে আছে ঈদের আগেই তা দিয়ে দেওয়ার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন