জুটিতে সাকিব-মুশফিকই সেরা
০৫ এপ্রিল ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
দিনের শুরুতেই মুমিনুল হকের বিদায়। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। কিন্তু বিপদে আরও একবার দাঁড়িয়ে গেল নির্ভরযোগ্য সেই জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে উদ্ধার করলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শত রানের জুটিতে ছুঁয়ে ফেললেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের ১৬ বছর আগে করে রাখা কীর্তিও। গতকাল শেরেবাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের আলগা বোলিং কাজে লাগিয়ে দারুণ গতিতে ছুটে শতরানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ¯্রফে ১০৯ বলে চলে আসে জুটির শত রান। টেস্ট ক্রিকেটে তাদের একশ ছোঁয়া পঞ্চম জুটি এটি। এখানেই তারা স্পর্শ করলেন হাবিবুল ও জাভেদ জুটির রেকর্ড।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শত রানের জুটির রেকর্ড এতদিন ছিল শুধু হাবিবুল-জাভেদ জুটির। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৩২ ইনিংস একসঙ্গে ব্যাটিং করে পাঁচবার একশ পেরোয় এই জুটি। আরও পাঁচবার তারা যোগ করেন পঞ্চাশের বেশি রান। তাদেরকে ছুঁতে মুশফিক-সাকিব জুটির লাগল ৬৫ ইনিংস। পাঁচটি সেঞ্চুরি ছাড়াও ১৭টি পঞ্চাশ ছোঁয়া জুটি আছে বাংলাদেশের বর্তমান ও সাবেক টেস্ট অধিনায়কের। দুটিই এখন বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশের হয়ে চারটি করে শতরানের জুটি আছে চার জুটির। সেখানেও দুটি জুটিতে অংশীদারীত্ব আছে মুশফিকের। লিটন কুমার দাসের সঙ্গে ¯্রফে ১৭ ইনিংসেই ৪টি শতরানের জটি তার, মুমিনুলের সঙ্গে ৩০ ইনিংসে ৪টি। অন্য দুই জুটিতে নাম আছে তামিম ইকবালের। মুমিনুলের সঙ্গে তার ৪টি শতরানের জুটিও এসেছে ৩০ ইনিংসে, ইমরুল কায়েসের সঙ্গে ৪টি এসেছে ৫৮ ইনিংসে।
শুধু সেঞ্চুরি বা ফিফটিই নয়, রানের হিসেবেও বাংলাদেশের সেরা জুটি সাকিব-মুশফিক। চলতি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত তাদের জুটির সংগ্রহ ২ হাজার ৭৭৩ রান। বাংলাদেশের সর্বোচ্চ ৩৫৯ রানের জুটির রেকর্ডটিও তাদের। এছাড়া জুটি বেধে ২ হাজারের বেশি রান আছে কেবল আর একটি জুটির। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ২ হাজার ৪৩৩ রান। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে সফল সাকিব ও মুশফিকের জুটি। ১৯২ ইনিংসে ১২টি শত রানের সঙ্গে ৩৮টি পঞ্চাশ রানের জুটিতে ৬ হাজার ৭৯৮ রান যোগ করেছেন এই দুজন। আর কোনো জুটির ৫ হাজার রানও নেই।
ব্যক্তিগত আরেক অর্জনেও একটি মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি দিনের শুরুতেই। আগের দিন শেষ বলে আউট হন তামিম ইকবাল। গতকাল সকালে মুমিনুল হকের সঙ্গে ক্রিজে যান মুশফিক। চার নম্বরে তিনি সচরাচর ব্যাট করেন না। এ দিন দুর্দান্ত সব শটের পসরা সাজিয়ে সেঞ্চুরি করে ফেললেন দ্বিতীয় সেশনেই। এই পজিশনে যা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে এই দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল আর মুমিনুল হকের (১১টি)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি বাবু দুমকীতে আটক
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস