জুটিতে সাকিব-মুশফিকই সেরা
০৫ এপ্রিল ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
দিনের শুরুতেই মুমিনুল হকের বিদায়। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। কিন্তু বিপদে আরও একবার দাঁড়িয়ে গেল নির্ভরযোগ্য সেই জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে উদ্ধার করলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শত রানের জুটিতে ছুঁয়ে ফেললেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের ১৬ বছর আগে করে রাখা কীর্তিও। গতকাল শেরেবাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের আলগা বোলিং কাজে লাগিয়ে দারুণ গতিতে ছুটে শতরানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ¯্রফে ১০৯ বলে চলে আসে জুটির শত রান। টেস্ট ক্রিকেটে তাদের একশ ছোঁয়া পঞ্চম জুটি এটি। এখানেই তারা স্পর্শ করলেন হাবিবুল ও জাভেদ জুটির রেকর্ড।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শত রানের জুটির রেকর্ড এতদিন ছিল শুধু হাবিবুল-জাভেদ জুটির। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৩২ ইনিংস একসঙ্গে ব্যাটিং করে পাঁচবার একশ পেরোয় এই জুটি। আরও পাঁচবার তারা যোগ করেন পঞ্চাশের বেশি রান। তাদেরকে ছুঁতে মুশফিক-সাকিব জুটির লাগল ৬৫ ইনিংস। পাঁচটি সেঞ্চুরি ছাড়াও ১৭টি পঞ্চাশ ছোঁয়া জুটি আছে বাংলাদেশের বর্তমান ও সাবেক টেস্ট অধিনায়কের। দুটিই এখন বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশের হয়ে চারটি করে শতরানের জুটি আছে চার জুটির। সেখানেও দুটি জুটিতে অংশীদারীত্ব আছে মুশফিকের। লিটন কুমার দাসের সঙ্গে ¯্রফে ১৭ ইনিংসেই ৪টি শতরানের জটি তার, মুমিনুলের সঙ্গে ৩০ ইনিংসে ৪টি। অন্য দুই জুটিতে নাম আছে তামিম ইকবালের। মুমিনুলের সঙ্গে তার ৪টি শতরানের জুটিও এসেছে ৩০ ইনিংসে, ইমরুল কায়েসের সঙ্গে ৪টি এসেছে ৫৮ ইনিংসে।
শুধু সেঞ্চুরি বা ফিফটিই নয়, রানের হিসেবেও বাংলাদেশের সেরা জুটি সাকিব-মুশফিক। চলতি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত তাদের জুটির সংগ্রহ ২ হাজার ৭৭৩ রান। বাংলাদেশের সর্বোচ্চ ৩৫৯ রানের জুটির রেকর্ডটিও তাদের। এছাড়া জুটি বেধে ২ হাজারের বেশি রান আছে কেবল আর একটি জুটির। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ২ হাজার ৪৩৩ রান। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে সফল সাকিব ও মুশফিকের জুটি। ১৯২ ইনিংসে ১২টি শত রানের সঙ্গে ৩৮টি পঞ্চাশ রানের জুটিতে ৬ হাজার ৭৯৮ রান যোগ করেছেন এই দুজন। আর কোনো জুটির ৫ হাজার রানও নেই।
ব্যক্তিগত আরেক অর্জনেও একটি মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি দিনের শুরুতেই। আগের দিন শেষ বলে আউট হন তামিম ইকবাল। গতকাল সকালে মুমিনুল হকের সঙ্গে ক্রিজে যান মুশফিক। চার নম্বরে তিনি সচরাচর ব্যাট করেন না। এ দিন দুর্দান্ত সব শটের পসরা সাজিয়ে সেঞ্চুরি করে ফেললেন দ্বিতীয় সেশনেই। এই পজিশনে যা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে এই দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল আর মুমিনুল হকের (১১টি)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান