৩ বছর পর দেশের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ

অনিশ্চয়তা উড়িয়ে বড় জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

০৭ এপ্রিল ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১১ পিএম

ম্যাচটা জেতার কথা ছিল সহজে, এমনকি ইনিংস ব্যবধানে জেতার হাতছানিও ছিল। তবে দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে ঘুরে দাঁড়িয়ে আয়ারল্যান্ডের বীরোচিত প্রতিরোধ খেলার সমীকরণ দেয় বদলে। যদিও তৃতীয় দিনে দাপট দেখালেও চতুর্থ দিনে এসে আর অভিজ্ঞতার কাছে পেরে ওঠেনি আইরিশরা। তাদের দেওয়া সহজ লক্ষ্য পেরুতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন বছর পর টেস্ট জিতল সাকিব আল হাসানের দল। ১৩৮ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ২৭.১ ওভারে। দলকে নিরাপদে তীরে ভিড়িয়ে মুশফিক অপরাজিত থাকেন ৪৮ বলে ৫১ রানে। ২২ বলে ২০ রানে অপরাজিত থেকে তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়েন মুমিনুল হক।

তিন বছর পর দেশের মাটিতে আরেকটি টেস্ট জিতল বাংলাদেশ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মিরপুরেই জিম্বাবুয়েকে হারিয়েছিল তারা। এর আগে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয় ছিল ২০২২ সালের শুরুতে, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে রান তাড়া করে পঞ্চমবার টেস্ট জিতল বাংলাদেশ, এ সংস্করণে এটি তাদের ১৭তম জয়। আর ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নামা আইরিশরা পেল এ সংস্করণে টানা চারটি ম্যাচ হারের স্বাদ।

হোম অব ক্রিকেটে আগের দিনের ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে নেমে ৩৬ মিনিট ও ৯ ওভার স্থায়ী হয় আয়ারল্যান্ডের ইনিংস। তারা এদিন যোগ করতে পারে আর কেবল ৬ রান। শেষ দুই উইকেটই তুলে নেন ইবাদত হোসেন। ছোট লক্ষ্য তাড়ায় এদিন ওপেন করতে নেমে আগ্রাসী শুরু পেয়েছিলেন লিটন দাস। তার দুর্ভাগ্যজনক বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত আবার হন ব্যর্থ। ৪৩ রানে ২ উইকেট হারালেও মুশফিকুর রহিম-তামিম ইকবাল মিলে বাকি কাজ সারতে থাকেন অনায়াসে। জয়ের একদম কাছে এসে তামিম আউট হলেও মুশফিক ছিলেন অবিচল। প্রথম ইনিংসের সেঞ্চুরি করা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার আরেকটি ফিফটি তুলে ফেরেন জয় নিয়ে।

আয়ারল্যান্ডের ইনিংস শেষ করার পর ড্রেসিংরুমের দিকে দৌড় দেন লিটন। তখনো অবশ্য আঁচ করা যায়নি ইনিংস ওপেন করতে যাচ্ছেন তিনি। সবাইকে চমকে দিয়ে তামিম ইকবালের সঙ্গী হতে দেখা যায় তাকে। টেস্টে এর আগে ১০ ইনিংসে ওপেন করেছেন, তবে সাম্প্রতিক সময়ে আর তা করেন না। কিপিং না করলেও লিটন খেলেন মিডল অর্ডারে। এই টেস্টে তো কিপিং করছেন। ১১৬ ওভার কিপিং করে ওপেন করতে নামা কিছুটা অস্বাভাবিক। দ্রুত রান আনার চিন্তা থেকেই হয়ত এমনটা করতে চেয়েছে বাংলাদেশ। মুখোমুখি প্রথম বলে সেটা বুঝিয়েও দেন লিটন। অফ স্পিনার ম্যাকব্রেইনকে উড়ান ছক্কায়, পরের বলেও মারেন বাউন্ডারি।

মার্ক অ্যাডায়ারকে চোখ ধাঁধানো কাট, স্ট্রেট ড্রাইভেও ঝলক দেখান তিনি। মনে হচ্ছিল লিটন ডানা মেলে তুড়ি মেরে উড়িয়ে দেবেন সমীকরণ। অ্যাডায়ারের বলেই আউট হলেন বড় অদ্ভুতভাবে। শর্ট বলে পুল করতে গিয়েছিলেন, টাইমিং না হওয়ায় বল প্রথমে লাগল হেলমেটে, পরে হাতে লেগে নিচে নেমে ভেঙে দিল স্টাম্প! প্রথম ইনিংসে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হওয়া নাজমুল হোসেন শান্ত এবার তিনে নেমেও ব্যর্থ। ম্যাকব্রাইনের অফ স্পিনে খোঁচা মেরে সিøপে ক্যাচ দেন তিনি। এবার শান্ত ব্যাট থেকে আসে ৪ রান।

৪৩ রানে ২ উইকেট পড়ার পর নেমে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক প্রথম বলেই মারেন বাউন্ডারি। পরে অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন তিনি। তামিম ছিলেন রয়েসয়ে। সময় নিয়ে থিতু হয়ে তিনিও ছুটছেন সাবলীলভাবে। ২ উইকেটে ৮৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। লাঞ্চের পর দরকার ছিল ¯্রফে ৪৯ রান। তা তুলতে মুশফিককে দেখা যায় অগ্রণী ভূমিকা। খুব একটা জোরের উপর চেষ্টা না করেও সহজেই বাউন্ডারি পাচ্ছিলেন তিনি। তামিম অনেকটা সময় নিয়ে খেলে সতর্ক পথেই খেলছিলেন। তবে লেগ স্পিনার বেন হোয়াইটের বলে করে বসেন অদ্ভুত ভুল। শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি, টপ এজড হয়ে উঠে সহজ ক্যাচ। লম্বা সময় পর টেস্টে ফেরা তামিম প্রথম ইনিংসে ২১ রান করার পর দ্বিতীয় ইনিংসে থামেন ৩১ রান করে। এরপর মুমিনুল হক নেমেও আউট হতে পারতেন। ম্যাকব্রেইনের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে স্টাম্পিংয়ের সহজ সুযোগ দিয়েছিলেন। লোরকান টাকার সেটা গ্রহণ করতে পারেননি। আর কোন বিপদ ঘটেনি বাংলাদেশের।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফে কলকাতা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ মুম্বাইকে হারিয়ে সবার আগে প্লে-অফে কলকাতা

দ্বিতীয় সারির দল নামিয়েও রিয়ালের অনায়াস জয়

দ্বিতীয় সারির দল নামিয়েও রিয়ালের অনায়াস জয়

পাঞ্জাবে ২৭টি সংরক্ষিত আসন হারিয়েছে ক্ষমতাসীন জোট

পাঞ্জাবে ২৭টি সংরক্ষিত আসন হারিয়েছে ক্ষমতাসীন জোট

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

আকর্ষণীয় সুবিধা সহ লয়্যালটি কার্ড নিয়ে এলো ইউসিবি’র তিন অঙ্গপ্রতিষ্ঠান

অনন্য মাইলফলকের সামনে সাকিব

অনন্য মাইলফলকের সামনে সাকিব

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

৬৭ দেশে ইরানের মৎস্য পণ্য রপ্তানি

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

কাসাব্লাঙ্কা ফিল্ম ফেস্টিভ্যালে "বিজয়ী" গ্র্যান্ড প্রিক্স জিতেছে

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

সোনার দাম আরও বাড়লো, ভরি ১১৭২৮২ টাকা

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

হোয়াইটওয়াশে নজর টাইগারদের

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

কোরবানির মাধ্যমেই যুগে যুগে ইসলামের বিজয় অর্জিত হয়েছে

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের ঘোষণা দিল অন্তর শোবিজ

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

হাওর এলাকায় আর কোনো মাটি ভরাট করে রাস্তা হবে না : প্রধানমন্ত্রী

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চিত্র প্রদর্শনী ‘ব্লসমস অব এক্সিসটেন্স’ শুরু

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

ডলারের দাম বাড়িয়ে অর্থনীতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

সিআইপি সম্মাননা পেলেন ‘স্নোটেক্স’ গ্রুপের প্রতিষ্ঠাতা খালেদ

এশার নামাজ পড়া আর হলো না

এশার নামাজ পড়া আর হলো না